16th NTRCA Written Exam Question || Welding and Fabrication
16th NTRCA Written Exam Question
বিষয়: ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন
পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর
সময়––৩ ঘন্টা
পূর্ণমান––১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপন। ক বিভাগ হতে যে কোনো আটটি এবং খ বিভাগ হতে যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দিন।]
ক বিভাগ㇐ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
মান––৫ X ৮=৪০
১। ওয়েল্ডিং কাকে বলে? ওয়েল্ডিং মূলত কত প্রকার ও কী কী? ৩+১+১=৫
২। ওয়েল্ডিং কাজে ব্যবহৃত দশটি যন্ত্রপাতির নামের তালিকা লিখুন। ৫
৩। ওয়েল্ডিং এর পজিশন কত প্রকার ও কী কী? ফেব্রিকেশন বলতে কী বুঝায়? ১+১+৩=৫
৪। ওয়েল্ডিং জোড়ের বিকৃতির কারণ সমূহলিখুন। ৫
৫। পোলারিটি কত প্রকার ও কী কী? পোলারিটির প্রয়োজনীয়তা উল্লেখ করুন। ২+৩=৫
৬। সংকর ইস্পাত এর বৈশিষ্ট্যসমূহ লিখুন। ৫
৭। ওয়েল্ডিং এর সিম্বল বলতে কী বুঝায়? আর্ক আই কাকে বলে? ৩+২=৫
৮। গ্যাস ওয়েল্ডিং বলতে কী বুঝায়? পাঁচটি জালনি গ্যাসের নাম লিখুন। ৩+২=৫
৯। অক্সিডাইজিং ও কার্বোরাইজিং ফ্লেমের ব্যবহার উল্লেখ করুন। ৫
১০। প্রি-হিটিং ও পোস্টহিটিং এর সংজ্ঞা লিখুন। ২.৫+২.৫=৫
১১। TIG ও MIG এর পূর্ণ অর্থ লিখুন। ২.৫+২.৫=৫
১২। সাবমার্জ আর্ক ওয়েল্ডিং বলতে কী বুঝয়া? ওয়েল্ডিং এর পাঁচটি টেস্ট এর নাম লিখুন। ২.৫+২.৫=৫
খ বিভাগ㇐রচনামূলক প্রশ্ন
মান㇐১০ X ৬=৬০
মান㇐১০ X ৬=৬০
১৩। ওয়েল্ডিং জোড় বা জয়েন্ট কত প্রকার ও কী কী? ওয়েল্ডিং করার কৌশল বর্ণনা করুন। ২+২+৬=১০
১৪। গ্যাস ওয়েল্ডিং ফ্লেম বা শিখা কাকে বলে? উহা কত প্রকার ও কী কী? একটি গ্যাস ওয়েল্ডিং টর্চ এর চিত্র অংকন করে উহার বিভিন্ন অংশের নাম লিখুন। ৩+২+৫=১০
১৫। নিরাপত্তা বলতে কী বুঝায়? দশটি নিরাপত্তা সরঞ্জাম এর নাম লিখুন। ৫+৫=১০
১৬। গ্যাস সিলিন্ডারের রক্ষণাবেক্ষণের বর্ণনা করুন। ১০
১৭। ড্রিৃলিং কী? অলৌহজ ধাতু ওয়েল্ডিং এর উপযোগিতা ও বিবেচ্য বিষয় আলোচনা করুন। ২+৪+৪=১০
১৮। কাস্ট আয়রন কী? কাস্ট আয়রন ওয়েল্ডিং এর ধাপগুলো বর্ণনা করুন। ৩+৭=১০
১৯। সীম ওয়েল্ডিং বলতে কী বুঝায়? মিগ ওয়েল্ডিং এর কৌশল চিত্রসহ বর্ণনা করুন। ৩+৭=১০
২০। টিগ ওয়েল্ডিং এর সরঞ্জামগুলোর নাম লিখুন। চিত্রসহ টিগ ওয়েল্ডিং পদ্ধতি বর্ণনা করুন। ৩+৭=১০
More Question Below link (NTRCA) :
No comments