বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড (BCPCL ) Exam Question 2020 (Non-Department)

 

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড

বাছাই পরীক্ষা-২০২০
পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (Electrical)

সময়ঃ ১ ঘন্টা ৩০ মিঃ পূর্ণমানঃ ১০০

বাংলা (মানঃ ২ X ৩ = ৬)

১. ক) এক কথায় প্রকাশ করুনঃ খ্যাতি আছে যার

        উত্তরঃ খ্যাতিমান।                                                                 

খ) বাক্যটি শদ্ধ করুনঃ ঘটনা বর্ণনা হয়েছে

        উত্তরঃ ঘটনা বর্ণিত হয়েছে। 

২. বাংলা সাহিত্য জগতে কে “জননী সাহসিকা” অভিধায় অভিসিক্ত? 

        উত্তরঃ সুফিয়া কামালের

৩. ক) ‘সংলাপ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো?

অ) স + লাপ আ) সম + লাপ ই) সং + লাপ ঈ) স্ব + লাপ 

খ) ‘রাশভারি’ বাগধারাটির অর্থ হলো?

        অ) গম্ভীর প্রকৃতির     আ) চির অশান্তি ই) ভীতু ঈ) কৃপনের কড়ি 


English (Mark: 2 X 3 = 6) 

4.     a) Rafi requested Rini .......... telephone to attend the meeting.

            i) over              

            ii) through                

            iii) with                    

            iv) by

        b) The bad news struck him like a bolt from the ................

            i) sky        

            ii) heavens  

           iii) firmament    

           iv) blue

5.     a) The correct spelling is ............................

            i) Questionaire                  

           ii) Questionnaire

           iii) Questionarie            

          iv) Questionnarie

       b) It is ............. unanimous decision.

               i) an       

              ii) a         

             iii) the        

             iv) No article

6.     Correct the following sentences:

        a) I have met him two days ago.

        Answer: I meet him few days ago

        b) One should be careful of his duties.

        Answer: One should be careful of one’s duty.

Mechanical Engineering Key Word.

  Power Sector: (Marks: 2 x 4=8)


৭. যে যন্ত্র বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে তাকে কী বলে?

উত্তরঃ মোটর।  

৮. বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে কোন ধাতুর তার ব্যবহৃত হয়?

উত্তরঃ নাইক্রোম । 

৯. বাংলাদেশের বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সী কত?

উত্তরঃ ৫০ হার্জ। 

১০. বৈদ্যুতিক চাপের পরিমাণকে কী বলে?

উত্তরঃ ভোল্ট। 

General Knowledge: (Marks: 2 x 10=20)


১১. বাংলাদেশের জতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তরঃ কামরুল হাসান। 

১২. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা কত?

উত্তরঃ ৫৩৮ টি। 

১৩. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উত্তরঃ ১১টি। 

১৪. গম্ভীরা বাংলাদেশের কেন অঞ্চলের লোক সঙ্গীত?

উত্তরঃ রাজশাহী। 

১৫. দেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?

উত্তরঃ ভোলা 

১৬. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে?

উত্তরঃ লুই আইকান। 

১৭. মালয়েশিয়ার মুদ্রার নাম কী?

উত্তরঃ রিংগিত। 

১৮. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তরঃ ১৩৬তম। 

১৯. বাংলাদেশের ১ ও ২ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?

উত্তরঃ অর্থ সচিবের। 

২০. বাংলাদেশের রেশম র্বোড কোথায় অবস্থিত?

উত্তরঃ রাজশাহী। 




No comments

Powered by Blogger.