কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL) Exam Question 2020

 কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL)

পদের নাম- উপ-সহকারী প্রকৌশলী (Mechanical)
Venue : Dhaka polytechnic Institute. 
Exam Date : 12/12/2020

.................................................................................................................................................

বাংলা (মান~ ২ x ৩ =  ৬)

১. A).এক কথায় প্রকাশ  করুন : যা চিরস্থায়ী নয়
        উত্তর- নশ্বর
 B). শুদ্ধ বানানঃ সায়ত্বশাসন
          উত্তর-  স্বায়ত্তশাসন 
    
২. A).‘পদ্ধতি’ এর সন্ধি বিচ্ছেদ হলো-
          উত্তর-পদ + হতি
     B). হাত ভারী- বাগধারাটির অর্থ  অর্থ কি-
           উত্তর- কৃপণ
৩ . A). ক্ষীয়মান এর বিপরীত শব্দ কী?
            উত্তর- র্বধমান
    B). পেরেশান কোন ভাষার শব্দ
            উত্তর- ফারসি
English 3 x 2 = 6
৪. a) He has assured me .............. safety. 
        i) for                         √ ii) of 
        iii) with                      iv) at 
    b) Alina went to market with a view to .............. a dress. 
        i) purchase                   ii) purchased 
        iii) purchases             iv) purchasing 

৫. a) Bibha as well as her friends ......... praise. 
           i) are deserving         ii) are being deserved 
        iii) deserves               iv) deserve 
    b) Zaman gave me ...... one-taka note. 
        i) an                             √ ii) a
        iii) the                             iv) No Article 

৬. Correct the following sentences: 
        a) They arrived after I finished lunch 
        Answer : They arrived after I had finished lunch. 
        b) It's colour is green.
        Answer : It's colour is green.  
 

POWER SECTOR: 4 x 2 = 8
৭. কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর বাধ দিয়ে নির্মাণ করা হয় এবং এর ক্যাপাসিটি কত।
      উত্তর- কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি নদীতে বাঁধ দিয়ে নিমার্ণ করা হয়েছে এবং এর উৎপাদান ক্ষমতা ২৩০ MW

৮. রূপপুর পারমাণবিক কেন্দ্রের ক্যাপাসিটি কত এবং কোন দেশ সহযোগিতা করছে?
        উত্তর- উৎপাদন ক্ষমতা  1200 x 2 = 2400 MW,  এটি স্থাপনে সহযোগিতা করেছে রাশিয়া। 

৯. পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? 
        উত্তর-পটুয়াখালী জেলায় অবস্থিত। 

১০. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়। 
        উত্তর- Uranium U-235 ব্যবহৃত হয়। 

সাধারণ জ্ঞান/বাংলাদেশ বিষয়াবলি -২০

১১. বাংলাদেশের সংবিধান কত সালের কত তারিখে কার্যকর হয়।
       উত্তর- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। 

১২. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোন সালের কোন মাসে গঠিত হয়। 
        উত্তর-১০ এপ্রিল ১৯৭১ সালে। 

১৩. ভাসানচর কোন জেলার কোন উপজেলায় অবস্থিত? 
        উত্তর-নোয়াখালি উপজেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর  ইউনিয়নের অন্তর্গত। 

১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  জাতিসংঘের সাধারণ অধিবেশনে কত সালের কত তারিখে ভাষন দেন।
        উত্তর-১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর, ২৯তম সাধারণ অধিবেশনে

১৫. বাংলাদেশের প্রথম যাদুঘরের নাম কি?
       উত্তর- বরেন্দ্র গবেষণা জাদুঘর। 

১৬. "একাত্তরের ডায়েরি " গ্রন্থের রচয়িতা কে?
        উত্তর-সুফিয়া কামাল| 

১৭. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত এবং স্প্যান সংখ্যা কত? 
      উত্তর-  পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, স্প্যান সংখ্যা ৪১ টি। 

১৮. মেসোপোটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? 
        উত্তর-টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে। 

১৯. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম কি?
        উত্তর-তেতুলিয়া। 
    
২০. প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম কি?
        উত্তর-বরিশাল। 

#ডিপার্টমেন্ট অংশ

২১. কম্পাউন্ড রেস্ট কে কত ডিগ্রি এঙ্গেলে ঘুরাতে হবে - 
Given data...
L=200mm
D=50 mm
d=20mm

২২. চালক গিয়ারের দাত সংখ্যা যথাক্রমে  ১২০,৮০ ও ৬০ এবং চালিত গিয়ারের দাত সংখ্যা যথাক্রমে ৬০,৪০ ও ৩০।
শেষ গিয়ারের গতি ৫০ RPM হলে প্রথম গিয়ারের গতি কত হবে।

২৩. একটি বোল্টের টানা বল 2000 Kg,  শেয়ার বল 1000 Kg, বোল্ট ধাতুর টানা পীড়ন 900 Kg/Cm^2 হলে বোল্টের কোর ডায়া নির্ণয় কর।

২৪. একটি হেলানো তলে 60kg ওজনের বস্তু 30° কোণে ক্রিয়া করছে। এটিতে কত বল প্রয়োগ করলে বস্তুটি চলার উপক্রম হবে? ঘর্ষণ সহগ=0.25

২৫. প্রমাণ করঃ HP=2πNT/4500

২৬. সাম্যাবস্থার শর্ত গুলো লিখ।

২৭. এন্ট্রপির ও এনথালপি এর মধ্যে চারটি করে পার্থক‍্য লিখ।

২৮. পরম চাপ,গেজ চাপ, শূন‍্য চাপের মধ‍্য সম্পর্ক লিখ চিত্র সহ.

২৯. সেন্টিফিউগাল পাম্প এবং রেসিপ্রোকেটিং পাম্প এর মধ্যে ৪ টি পার্থক্য লিখ।

৩০. ইলেকট্রোড এর ক্ষেত্রে ব্যাখ্যা কর -E6012

৩১. স্প্রিং রেট ও স্প্রিং ইনডেক্স কাকে বলে।

৩২. পাওয়ার স্ক্রুর ক্ষেত্রে সেলফ লকিং ও ওভার হলিং কাকে বলে।

৩৩. কাস্টিং এর চারটি ত্রুটি লিখ।

৩৪. ব্রেক ইভেন পয়েন্ট কি? চিত্রের সাহায‍্য বুঝিয়ে দাও।

৩৫. পেট্রোল ও ডিজেল ইন্জিন এর মধ‍্য চারটি করে পার্থক‍্য লিখ।



No comments

Powered by Blogger.