কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL) Exam Question 2020
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL)
পদের নাম- উপ-সহকারী প্রকৌশলী (Mechanical)
Venue : Dhaka polytechnic Institute.
Exam Date : 12/12/2020
.................................................................................................................................................
বাংলা (মান~ ২ x ৩ = ৬)
১. A).এক কথায় প্রকাশ করুন : যা চিরস্থায়ী নয়
উত্তর- নশ্বর
B). শুদ্ধ বানানঃ সায়ত্বশাসন
উত্তর- স্বায়ত্তশাসন
২. A).‘পদ্ধতি’ এর সন্ধি বিচ্ছেদ হলো-
উত্তর-পদ + হতি
B). হাত ভারী- বাগধারাটির অর্থ অর্থ কি-
উত্তর- কৃপণ
৩ . A). ক্ষীয়মান এর বিপরীত শব্দ কী?
উত্তর- র্বধমান
B). পেরেশান কোন ভাষার শব্দ-
উত্তর- ফারসি
English 3 x 2 = 6
৪. a) He has assured me .............. safety.
i) for √ ii) of
iii) with iv) at
i) for √ ii) of
iii) with iv) at
b) Alina went to market with a view to .............. a dress.
i) purchase ii) purchased
iii) purchases √ iv) purchasing
৫. a) Bibha as well as her friends ......... praise.
i) are deserving ii) are being deserved
√ iii) deserves iv) deserve
b) Zaman gave me ...... one-taka note.
i) an √ ii) a
iii) the iv) No Article
৬. Correct the following sentences:
a) They arrived after I finished lunch
Answer : They arrived after I had finished lunch.
b) It's colour is green.
Answer : It's colour is green.
POWER SECTOR: 4 x 2 = 8
৭. কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর বাধ দিয়ে নির্মাণ করা হয় এবং এর ক্যাপাসিটি কত।
উত্তর- কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি নদীতে বাঁধ দিয়ে নিমার্ণ করা হয়েছে এবং এর উৎপাদান ক্ষমতা ২৩০ MW
৮. রূপপুর পারমাণবিক কেন্দ্রের ক্যাপাসিটি কত এবং কোন দেশ সহযোগিতা করছে?
উত্তর- উৎপাদন ক্ষমতা 1200 x 2 = 2400 MW, এটি স্থাপনে সহযোগিতা করেছে রাশিয়া।
৯. পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উত্তর-পটুয়াখালী জেলায় অবস্থিত।
১০. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়।
উত্তর- Uranium U-235 ব্যবহৃত হয়।
সাধারণ জ্ঞান/বাংলাদেশ বিষয়াবলি -২০
১১. বাংলাদেশের সংবিধান কত সালের কত তারিখে কার্যকর হয়।
উত্তর- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
১২. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোন সালের কোন মাসে গঠিত হয়।
উত্তর-১০ এপ্রিল ১৯৭১ সালে।
১৩. ভাসানচর কোন জেলার কোন উপজেলায় অবস্থিত?
উত্তর-নোয়াখালি উপজেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত।
১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে কত সালের কত তারিখে ভাষন দেন।
উত্তর-১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর, ২৯তম সাধারণ অধিবেশনে
১৫. বাংলাদেশের প্রথম যাদুঘরের নাম কি?
উত্তর- বরেন্দ্র গবেষণা জাদুঘর।
১৬. "একাত্তরের ডায়েরি " গ্রন্থের রচয়িতা কে?
উত্তর-সুফিয়া কামাল|
১৭. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত এবং স্প্যান সংখ্যা কত?
উত্তর- পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, স্প্যান সংখ্যা ৪১ টি।
১৮. মেসোপোটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তর-টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে।
১৯. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম কি?
উত্তর-তেতুলিয়া।
২০. প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম কি?
উত্তর-বরিশাল।
#ডিপার্টমেন্ট অংশ
২১. কম্পাউন্ড রেস্ট কে কত ডিগ্রি এঙ্গেলে ঘুরাতে হবে -
Given data...
L=200mm
D=50 mm
d=20mm
২২. চালক গিয়ারের দাত সংখ্যা যথাক্রমে ১২০,৮০ ও ৬০ এবং চালিত গিয়ারের দাত সংখ্যা যথাক্রমে ৬০,৪০ ও ৩০।
শেষ গিয়ারের গতি ৫০ RPM হলে প্রথম গিয়ারের গতি কত হবে।
২৩. একটি বোল্টের টানা বল 2000 Kg, শেয়ার বল 1000 Kg, বোল্ট ধাতুর টানা পীড়ন 900 Kg/Cm^2 হলে বোল্টের কোর ডায়া নির্ণয় কর।
২৪. একটি হেলানো তলে 60kg ওজনের বস্তু 30° কোণে ক্রিয়া করছে। এটিতে কত বল প্রয়োগ করলে বস্তুটি চলার উপক্রম হবে? ঘর্ষণ সহগ=0.25
২৫. প্রমাণ করঃ HP=2πNT/4500
২৬. সাম্যাবস্থার শর্ত গুলো লিখ।
২৭. এন্ট্রপির ও এনথালপি এর মধ্যে চারটি করে পার্থক্য লিখ।
২৮. পরম চাপ,গেজ চাপ, শূন্য চাপের মধ্য সম্পর্ক লিখ চিত্র সহ.
২৯. সেন্টিফিউগাল পাম্প এবং রেসিপ্রোকেটিং পাম্প এর মধ্যে ৪ টি পার্থক্য লিখ।
৩০. ইলেকট্রোড এর ক্ষেত্রে ব্যাখ্যা কর -E6012
৩১. স্প্রিং রেট ও স্প্রিং ইনডেক্স কাকে বলে।
৩২. পাওয়ার স্ক্রুর ক্ষেত্রে সেলফ লকিং ও ওভার হলিং কাকে বলে।
৩৩. কাস্টিং এর চারটি ত্রুটি লিখ।
৩৪. ব্রেক ইভেন পয়েন্ট কি? চিত্রের সাহায্য বুঝিয়ে দাও।
৩৫. পেট্রোল ও ডিজেল ইন্জিন এর মধ্য চারটি করে পার্থক্য লিখ।
No comments