North-West Power Generation Company Limited (NWPGCL) Exam SAE Full Question Solution | নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি
Analytical Ability (মান- ২ ✕ ১০ = ২০)
উত্তরঃ ৮৫ ডিগ্রী
২। AB = 3, BC = 5, CD = 7 হলে, AD = কত?
উত্তরঃ ৫
৩। ক, খ এর পশ্চিম এবং খ, গ এর উত্তরে অবস্থিত। ঘ, ক এর দক্ষিণে অবস্থিত হলে ঘ থেকে কগ এর অবস্থান কোন দিকে?
উত্তরঃ পূর্ব দিকে।
৪। আসাদ সাহেবের চর জন ছেলে আছে, প্রত্যেকেরই একজন বোন আছে। তাহলে আসাদ সাহেবের কতজন সন্তান আছে।
উত্তরঃ ৫ জন।
৫। ভাই ও বোনের বর্তমান বয়স ২২ বছর ও ১৮ বছর, ভাইয়ের বয়স যখন দ্বিগুন হবে বোনের বয়স তখন কত?
উত্তরঃ ৪০ বছর।
৬। D, K, G, N, ____ Q, M, T শূণ্যস্থানে কোন latter বসবে?
উত্তরঃ J
৭। বিকেল ৪ টার সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটা কত ডিগ্রী কোনে অবস্থান করে?
উত্তরঃ ১২০ ডিগ্রী।
৮। 2 ✕ 4 = 10, 3 ✕ 5 = 18, 4 ✕ 6 = 28 হলে, 6 ✕ 8 = কত?
উত্তরঃ 54
৯। নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
উত্তরঃ ১০ টি।
১০। ২, ৩, ৫, ৮, ১২, ১৭ . . . . . . সিরিজটির পরবর্তী সংখ্যা কত?
উত্তরঃ ২৩।
বাংলাঃ মান-৬
১১। সমাসের নাম লিখুনঃ সমগোল্লা
উত্তরঃ কর্মধারয়।
১২। বাগধারাটির অর্থ লিখুনঃ অক্ষয় বট
উত্তরঃ প্রাচীন ব্যক্তি।
১৩। সন্ধি বিচ্ছেদ করুনঃ ঐছিক
উত্তরঃ ইচ্ছা + ইক।
১৪। বানান শুদ্ধ করুনঃ মূহর্মুহূ
উত্তরঃ মুহুর্মূহু
১৫। বাক্যের ক্ষুদ্রতম একক কী?
উত্তরঃ শব্দ।
১৬। এক কথায় প্রকাশ করুনঃ যে নারী সাগরে বিচরণ করে।
উত্তরঃ সাগরিকা।
ইংরেজি (মান-৮)
17. Fill in the blanks with appropriate Article.
(a) Could you please pass me ______ salt?
Answer: the
(b) I saw _____ one eyed man.
Answer: a
18. Fill in the blanks with appropriate preposition.
(a) Khaled is coming to visit us _____ 13 June.
Answer: on
(b) When you think _____ the job.
Answer: about
19. Correct the sentences.
(a) He is sleeping for two hours.
Answer: He has been sleeping for two hours.
(b) He speaks English like English
Answer: He speaks English like the English.
20. Translate into English
১) সে ধনী কিন্তু সুখী নয়
Answer: He is rich but not happy
২) কাজটি শেষ করা হোক
Answer: Let the work be done.
পাওয়ার সেক্টর (মান-৬)
২১। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের তালিকায় বাংলাদেশ কততম?
উত্তরঃ ৩৩তম।
২২। বাংলাদেশের একমাত্র হাইব্রিড পাওয়ার প্লান্ট কোথায় অবস্থিত?
উত্তরঃ ফেনী, সোনাগাজী।
২৩। বাংলাদেশের কয়টি গ্রিড সুইচিং ষ্টেশন আছে?
উত্তরঃ ২২৪ টি।
২৪। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
উত্তরঃ ২৩০ মেগাওয়াট।
২৫। পায়রা তাপ বিদ্যুৎ উৎপাদন কাজে বাংলাদেশের সহযোগী দেশ কোনটি?
উত্তরঃ চীন।
২৬। NWPGCL এর Installed capacity কত MW?
উত্তরঃ ৩০৬৩ মেগাওয়াট।
সাধারণ জ্ঞান (মান-২০)
২৭। G-8 ভুক্ত একমাত্র দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
২৮। কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
উত্তরঃ নিউজিল্যান্ড।
২৯। জাতিসংঘের টেকশই উন্নয়নের লক্ষ্য কতটি?
উত্তরঃ ১৭টি।
৩০। কোন দেশে আরব বসন্ত শুরু হয়?
উত্তরঃ তিউনিসিয়া।
৩১। বাংলাদেশের কোন জেলাকে সাগরকন্যা বলা হয়?
উত্তরঃ পটুয়াখালী।
৩২। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে?
উত্তরঃ রাঙ্গামাটি।
৩৩। ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ নিহোন হিদানকিও (Nihon Hidankyo)
৩৪। বিশ্বকাপ ফুটবল ২০২৬ কোন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ৩টি দেশে (কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র)।
৩৫। e-TIN ব্যবস্থা কত সালে চালু হয়?
উত্তরঃ ২০১৩ সালে।
৩৬। বাংলাদেশের সরকারের প্রধান আইন কর্মকর্তাকে কী বলা হয়?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল।
বিষয়ভিত্তিক অংশ (মান-৪০)
৩৭। কার্বুরাইজিং (Carburizing) ও কুইঞ্চিং (Quenching) কেন করা হয়? _______৩
উত্তরঃ কার্বুরাইজিংঃ কার্বুরাইজিং বাহির হতে অধিক হারে কার্বন, ইস্পাতের উপরিতলে রাসায়নিকভাবে যোগ করে ইস্পাতের উপরিতলকে আরো শক্ত করার জন্য কার্বুরাইজিং করা হয়।
কুইঞ্চিংঃ ইস্পাতকে নিদির্ষ্ট তাপমাত্রায় উতপ্ত করে পানি, তেল বা বাতাসের মধ্যে রেখে এর গাঠনিক অবস্থা ধরে রেখে দ্রুত ঠান্ডা করে ইস্পাতের উপরিতলকে শক্ত করার জন্য কুয়েঞ্চিং করা হয়।
৩৮। ওয়েল্ডিং এর ক্ষেত্রে পোলারিটি কী? চিত্রের সাহায্যে পোলারিটিগুলো দেখান। _____৩
উত্তরঃ ডিসি কারেন্টের ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহের দিককে পোলারিটি বলে।
৩৯। Atmospheric pressure, Gauge pressure ও Absolute pressure এর মধ্যে সম্পর্ক চিত্রের সাহায্যে দেখান। ______৩
উত্তরঃ
Relation between Atmospheric pressure, Gauge pressure and Absolute pressure |
৪০। 200 rpm এ 50 mm ব্যাসের একটি জবকে লেদ মেশিনে টার্নিং করতে Cutting Speed কত?_____৩
৪১। 1 নং চিত্রের Top view, Front view ও Side view অংকন করুন। _____৩
উত্তরঃ
Fig: Top View, Front View and Side View |
৪২। Vapor Compression refrigeration cycle এর P-V ও T-S Diagram অংকন করুন। _____৩
Figure: Vapor Compression refrigeration cycle P-V & T-S Diagram |
৪৩। একটি 4 সিলিন্ডার ইঞ্জিনের বোর 12 cm স্ট্রোক এর দৈর্ঘ্য 20 cm হলে, ইঞ্জিনটির piston displacement কত?_____৩
৪৪। ২নং চিত্রের বিন্দুতে মোমেন্ট নির্ণয় করুন।_____৩
2 নং চিত্র |
৪৫। Heat engine ও refrigerator এর schematic diagram অংকন করুন। 1 ton refrigeration effect তৈরি করতে 1 KW power প্রয়োজন হলে COP নির্ণয় করুন। _____৪
৪৬। একটি পেট্রোল ইঞ্জিনের থেকে করা হলো। ইঞ্জিনের কী পরিমান হ্রাস বা বৃদ্ধি পাবে? (γ = 1.4)___৪
৪৭। 15 cm ব্যাস 30 cm স্ট্রোক বিশিষ্ট একটি দ্বৈত ক্রিয়াশীল রেসিপ্রোকেটিং পাম্প 60 rpm এ 20 m উপরে 0.0102 m3/sec পানি নির্গমন করে। দক্ষতা 75% হলে, কত অশ্বক্ষমতার পাম্প প্রয়োজন?___৪
৪৮। একটি বিদ্যুৎ কেন্দ্রের equipment এর মূল্য TK 20.8 Crore এবং 25 বছর পর Salvage value TK 80 Lac। Straight line method এ 20 বছর পর বিদ্যুৎ কেন্দ্রের equipment এর depreciated value নির্ণয় করুন। __________৪
No comments