Bangladesh Agricultural Development Corporation (BADC) Exam Question 2020 || Sub Assistant Engineer || Mechanical ||
There are 20 Multiple choice questions in Section-A, Answer all by filling out the appropriate circles given on the cover page of this script. There is no negative marking for wrong answer.
Section - A Marks: (1.0 x 20) = 20
1. ৩!(৭-২)! এর মান কোনটি ?
a ) ৫!
b ) ৬!
c ) ১০!
d ) ১২!
২. একদল সৈন্য ট্রেনিং করছে। একজন লোক সৈন্যদের একজনকে জিজ্ঞেস করলো তোমরা কত জন? উত্তরে সৈন্য বললে - আছি যত আসবে তত, তার অর্ধেক, তার সিকি এবং তোমাকে নিয়ে শতজন । কতজন সৈন্য ট্রেনিং নিচ্ছিল?
a) ১৮ জন
b) ৩৬ জন
c) ৪০ জন
d) ৪৮ জন
৩. x-y = 2 , x2 - y2 = 16 হলে x এর মান কত?
a) ৩
b) ৫
c) ৬
d) ৭
৪. কোন সংখ্যা ১০০০০ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ ৫৭ হয় তবে এই সংখ্যাটিকে ১০০০ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
a) ৫
b) ৭
c) ৫৭
d) ৫৭০
৫. দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা ও ৮ ঘন্টা পরপর বেজে উঠলে কতক্ষণ পর পর এরা একত্রে বেজে উঠবে?
a) ৬ ঘন্টা
b) ৮ ঘন্টা
c) ১২ ঘন্টা
d) ২৪ ঘন্টা
a) ১৮ জন
b) ৩৬ জন
c) ৪০ জন
d) ৪৮ জন
৩. x-y = 2 , x2 - y2 = 16 হলে x এর মান কত?
a) ৩
b) ৫
c) ৬
d) ৭
৪. কোন সংখ্যা ১০০০০ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ ৫৭ হয় তবে এই সংখ্যাটিকে ১০০০ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
a) ৫
b) ৭
c) ৫৭
d) ৫৭০
৫. দুটি ঘন্টা যথাক্রমে ৬ ঘন্টা ও ৮ ঘন্টা পরপর বেজে উঠলে কতক্ষণ পর পর এরা একত্রে বেজে উঠবে?
a) ৬ ঘন্টা
b) ৮ ঘন্টা
c) ১২ ঘন্টা
d) ২৪ ঘন্টা
Questions (6-7): Fill in the blanks with appropriate word(s)
6. 'Among' is a preposition that is used when ............ people are involve.
a) two
b) more then two
c) four only
d) two or more than two
7. Stocking are ............ socks.
a) long
b) big
b) big
c) small
d) short
8. The new offer of job was alluring Here 'alluring' means -
a) ordinary
b) tempting
c) disappointing
d) unexpected
9. Assert : : Dissent
a) Affirm : : Object
b) Endorse : : Ratify
b) Endorse : : Ratify
c) Reject : : Disapprove
d) Acknowledge : : Recognize
10. Choose the correct sentence -
a) A few of the three boys got a prize
b) Each of the three boys got a prize
c) Every of the three boys got a prize
d) All of the three boys got a prize
১১. কোনটি ভাষার উপাদান নয় ?
ক ) শব্দ
খ ) ধনি
গ ) ব্যাকরণ
ঘ ) বাক্য
১২.'জনৈক' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক ) এক যে জন
খ ) জন যে এক
গ ) এক এবং জন
ঘ ) এক জন পর্যন্ত
১৩. কোন সমস্ত পদটি দ্বন্দ সমাসের উদাহরণ ?
ক) বিলাতফেরত
খ) অহি-নকুল
গ) শশব্যস্ত
ঘ) পদ্মনত
১৪। “ছাত্রটির মাথা ভালো” বাক্যে “মাথা” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) দেহের অংশ
খ) প্রান্ত
গ) মেধা
ঘ) নেতা
১৫। ‘দেশে-বিদেশে’ প্রন্থের রচিয়তা কে?
ক) জসিম উদ্দিন
খ) বেগম সুফিয়া কামাল
গ) সৈয়দ মুজতবা আলী
ঘ) সৈয়দ শামসুল হক
১৬। বাংলাদেশের সীমানা রয়েছে যে দুটি দেশের তাদের নাম হলোÑ
ক) ভারত ও ভুটান
খ) ভারত ও মায়ানমার
গ) ভারত ও মালদ্বীপ
ঘ) ভারত ও নেপাল
১৭। কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল?
ক) তিন বিঘা কড়িডোর
খ) জাফলং
গ) বৌমারী
ঘ) দহগ্রাম
১৮। বাংলাদেশের জল সীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কী?
ক) কর্ণফুলী
খ) হালদা
গ) গোমতী
ঘ) মহানন্দা
১৯। ১৯৭১ সালে অনুষ্ঠিত ’ ’ এর প্রধান শিল্পী কে ছিলেন?
ক) রুনা লায়লা
খ) বাপ্পী লাহড়ী
গ) মার্ক এন্থনী
ঘ) জর্জ হ্যারিসন
২০। বায়ুমন্ডলে সর্বাধিক পাওয়া যায়?
ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন-ডাই-অক্সাইড
খ) অহি-নকুল
গ) শশব্যস্ত
ঘ) পদ্মনত
১৪। “ছাত্রটির মাথা ভালো” বাক্যে “মাথা” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) দেহের অংশ
খ) প্রান্ত
গ) মেধা
ঘ) নেতা
১৫। ‘দেশে-বিদেশে’ প্রন্থের রচিয়তা কে?
ক) জসিম উদ্দিন
খ) বেগম সুফিয়া কামাল
গ) সৈয়দ মুজতবা আলী
ঘ) সৈয়দ শামসুল হক
ক) ভারত ও ভুটান
খ) ভারত ও মায়ানমার
গ) ভারত ও মালদ্বীপ
ঘ) ভারত ও নেপাল
১৭। কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল?
ক) তিন বিঘা কড়িডোর
খ) জাফলং
গ) বৌমারী
ঘ) দহগ্রাম
১৮। বাংলাদেশের জল সীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কী?
ক) কর্ণফুলী
খ) হালদা
গ) গোমতী
ঘ) মহানন্দা
১৯। ১৯৭১ সালে অনুষ্ঠিত ’ ’ এর প্রধান শিল্পী কে ছিলেন?
ক) রুনা লায়লা
খ) বাপ্পী লাহড়ী
গ) মার্ক এন্থনী
ঘ) জর্জ হ্যারিসন
২০। বায়ুমন্ডলে সর্বাধিক পাওয়া যায়?
ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন-ডাই-অক্সাইড
Section - B
In spte of all the honors that were heaped upon him, as has been said, remained simple at heart, Perhaps, the imagery of his boyhood days. When he drew the familiar scenes of this birthplace and the longing to be a great artist never wholly left him. In truth, he did become a great artist, though after his sodeenth year, he abandoned the brush forever. Like every artist of worth, he put his whole soul and energy into his work and it was this very energy that in the end wore him out. For to him each sufferer was something more than just a case that was to be cured. He looked upon the fight against hydrophobia as in battle and he was absorbed in his determination to win. The sight of injured children particularly moved him to an indescribable agent. He suffered with his patents and yet he would not deny himself a share in there. His greatest was when sheer physical exhaustion made him give up his active work.
Question and Answer :
a) Find from the passage a word which means 'to give up'_
(i) Abandon
(ii) Wore
(iii) Hydrophobia
(iv) Exhaustion
b) Why did Pasteur give up his active work?
(i) Because of complete physical exhaustion
(ii) Because of extreme old age
(iii) Because of his interest in painting
(iv) Because of his love for dogs.
c) How did Pasteur view those who suffered from diseases?
(i) He viewed them as hopeless cause
(ii) He viewed them as ordinary patents
(iii) He viewed them as ordinary patents
(iv) He viewed them as good sources of income
2. Translate the following sentences into English: [1 x 3 = 3]
(a)সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি।
(b) সে কেবল ঘুমাত আর কিছুই করত না।
(c) ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল।
3. কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রকাশিত গল্প, কাব্যগ্রন্থ ও প্রবন্ধগ্রন্থ কি কি? তাঁকে বিদ্রোহী কবি বলা হয় কেনো? তার সম্পাদনায় প্রকাশিত পত্রিকা গুলি কি কি? (3)
4) আমার ভাইয়ের রক্তে রাঙানো আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচিয়তা কে? গানটির কথা কোথায় প্রথম প্রকাশিত হয়? (3)
5) বাংলা ভাষার গঠন অনুসারে ব্যাকারণের মৌলিক আলোচ্য বিষয় কয়টি ও কি কি? প্রতিটি বিষয় উদাহরণসহ বনর্ণা করুন। (4)
6) Write a short report (~200 words) on `Exportable Agricultural Production of Bangladesh' (4)
4) আমার ভাইয়ের রক্তে রাঙানো আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচিয়তা কে? গানটির কথা কোথায় প্রথম প্রকাশিত হয়? (3)
5) বাংলা ভাষার গঠন অনুসারে ব্যাকারণের মৌলিক আলোচ্য বিষয় কয়টি ও কি কি? প্রতিটি বিষয় উদাহরণসহ বনর্ণা করুন। (4)
6) Write a short report (~200 words) on `Exportable Agricultural Production of Bangladesh' (4)
No comments