মডেল এক্সাম (নন- ডিপার্টমেন্ট) প্রশ্ন এবং উত্তর (বাংলা সাহিত্য + বাংলা ব্যাকারন)



Model Exam Question (None Department)

Sub: Bangla (Literature + Grammar)
Full Marks: 50                       Time: 30 Min
Date: 27.07.2020, 09:30PM

বাংলা সাহিত্য
   
. চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

.১৯০৭→→
.১৯১৩
.১৯০৯
.১৯১৯

.মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন---
.১৭৬০→→
.১৮৬০
.১৯৬০
.১৭৬৩

.আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে?
.রাহাত খান
.হাসান আজিজুল হক→→
.হুমায়ুন আহমেদ
.সেলিনা হোসেন

. কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন---
.গোপালভাড়
.অালাওল
.বিদ্যাপতি
.ভারত চন্দ্র রায়গুণাকর→→

.রবিন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?
.
.→→
.
.

. 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে' কোথায় থেকে নেয়া
.ঝরাপালক
.ব্যথার দান
.পালামৌ→→
.পদ্মগোখরা

. Custom শব্দের পরিভাষা কোনটি?
.আইন
.কোরাসগান
.প্রথা→→
.শুল্ক

. সমাচার দর্পন পত্রিকার সম্পাদক?
.কাজি নজরুল
.মীর মোশাররফ হোসেন
.জন ক্লার্ক মার্শম্যান→→
.উইলিয়াম কেরি

. 'বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?
.দোলনচাপা
.অগ্নিবীণা →→
.বিষের বাঁশী 
.সাম্যবাদী

১০.ইউসুফ জুলেখা কার লেখা

.আলাওল
.বাহারাম খান
.আব্দুল হাকিম→→
.শাহ মুহম্মদ গরীবুল্লাহ

১১. দৈনিক জয় বাংলা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
.আবুল হাসান
.রহমত উল্লাহ→→
.আজিজুল হক
.বঙ্গবীর আঃ কাদের সিদ্দিকী

১২.মৌমাছি কার ছদ্মনাম
.বিমল ঘোষ→→
.হেমচন্দ্র
. কালিপ্রসন্ন সিংহ
.আব্দুল করিম


১৩. পোস্ট মাস্টার গল্পের প্রধান চরিত্র----
.রাইচরণ
.ফটিক
.রতন→→
.রহমত

১৪.বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা----
. উপন্যাস
.নাটক
.প্রবন্ধ
.ছোটগল্প→→

১৫. আলাওল কোন শতকের কবি?
.১৫ শতক
.১৬ শতক
.১৭ শতক→→
.১৮ শতক

১৬.মাটির ময়না চলচিত্রেরর নির্মাতা---
.জহির রাইহান
.চাষী নজরুল ইসলাম
.সেলিম আল দীন
.তারেক মাসুদ→→

১৭.গম্ভীরা কোন অঞ্চলের গান?
.রংপুর
.রাজশাহি →→
.ময়মনসিংহ 
.কুষ্টিয়া

১৮.এই পদ্মা এই মেঘনা-- গানটির গীতিকার কে?
.গোবিন্দ হালদার
. আব্দুল লতিফ
.আব্দুল জব্বার
.আবু জাফর→→

১৯. তুমি যাবে ভাইযাবে মোর সাথে,আমাদের ছোট গাঁয়? কার লেখা?
. রবিন্দ্রনাথ ঠাকুর 
.মীর মোশাররফ হোসেন
.জীবনানন্দ দাশ
.জসিম উদ্দীন→→

২০.“নিষিদ্ধ লোবানউপন্যাসটির রচয়িতা কে?
.সৈয়দ শামসুল হক→→
.নিলিমা ইব্রাহিম
.ইমদাদুল হক মিলন
.শামসুর রাহমান

🍂 বাংলা ব্যাকারন 🍂


২১। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক) পঞ্চনদ
খ) দেশানমশ→→
গ)বেয়াদব
ঘ)ভালো মন্দ

২২। ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচনা করা হয়?
ক) অর্থতত্ত্বে
খ) রুপতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) ধ্বনিতত্ত্বে→→
২৩। কোনটি ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ?
ক) লে + অন 
খ) ল + বন
গ) ল + অন
ঘ) লো + অন →→
২৪। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক) ষড় + ঋতু
খ) ষড়ু + ঋতু
গ) ষন্ট + ঋতু
ঘ) ষট্ + ঋতু→→

২৫। উক্তি-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক.উক্‌+তি
খ.উচ্‌+ক্তি
গ.বচ্‌+ক্তি
ঘ.বচ্‌+তি →→



২৬। ‘দারিদ্রতা’ শব্দটি অশুদ্ধ কেন?
ক. প্রত্যয়জনিত কারণে →→
খ. উপসর্গজনিত কারণে
গ. কারকজনিত কারণে
ঘ. অনুসর্গজনিত 
২৭। খাঁটি বাংলা ধাতু কোনটি?
ক) আক→→
খ) অঙ্ক
গ) ডর
ঘ) বধূ

২৮। ‘আমি এসেছি, কারন তোমাকে নিয়ে যাব’বাক্যটি কোন ধরনের বাক্য?
ক) সরল বাক্য →→
খ) যৌগিক বাক্য 
গ) জটিল বাক্য 
ঘ) নির্দেশাত্মক বাক্য

২৯। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
ক. আনারস 
খ. আলমারি
গ. চাহিদা →→
ঘ. গুদাম

৩০। কোনটি আরবি শব্দ থেকে আগত?
ক) অজুহাত→→
খ) নামাজ
গ) ইস্তক
ঘ) আইন

৩১। ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার
ক) পর্তুগিজ →→খ) ফরাসি 
গ) গুজরাটি 
ঘ) পাঞ্জাবি

৩২। কোনটি দেশি শব্দ নয়
ক) পেট 
খ) চাঙারী 
গ) ঘর →→
ঘ) ঠোঙা 

৩৩। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ৫টি 
খ) ৭টি →→
গ) ১১টি 
ঘ) ১০টি

৩৪। বাংলা ভাষার প্রথম বাংলা  ব্যাকরণ রচনা করেন--
ক) উইলিয়াম কেরি
খ) ড. মুহম্মদ শহিদুল্লাহ
গ) রাজা রাম মোহন রায়→→
ঘ) ড.সুকুমার সেন

৩৫।স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কতটি?
ক) ৪→→
খ) ৫
গ) ৬
ঘ)৭

৩৬।নিচের কোনটি সঠিক?
ক) হ+ণ=হ্ন
খ) হ+ন=হ্ন→→
গ) ষ+ন= ষ্ণ
ঘ)জ+ঞ=ঞ্জ

৩৭।নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) পিপিলিকা
খ) মরুদ্যান
গ) পিপীলীকা
ঘ)পিপীলিকা →→

৩৮।নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) নিশিথিনি
খ) নিশীথিনি
গ) নিথীথিনী
ঘ) নিশীথিনী →→

৩৯।নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) স্বায়ত্তশাসন →→
খ) স্বায়ত্বশাসন
গ) শ্বায়ত্তশাসন
ঘ)শ্বায়ত্বশাসন

৪০। Cold War এর পারিভাষিক শব্দ কোনটি?
ক) বাকযুদ্ধ 
খ) স্নায়ুযুদ্ধ →→
গ) অসহযোগ আন্দোলন
ঘ)রাজতন্ত্র 

৪১। Mortgage এর পারিভাষিক শব্দ কোনটি?
ক) দলিল
খ) ঋণ
গ) বন্ধক→→
ঘ) পরিমাপক যন্ত্র

৪২।সমুদ্রের সমার্থক শব্দ কোনটি?
ক) মহাতরঙ্গ 
খ) ঈক্ষণ
গ) অর্ণব→→
ঘ)বিটপী 

৪৩।অম্বু এর সমার্থক শব্দ কোনটি?
ক) নদী
খ) জল→→
গ) চোখ
ঘ)তীর

৪৪।মহাজন এর বিপরীত শব্দ কোনটি?
ক) তাত
খ) তস্কর
গ) লস্কর
ঘ)খাতক→→

৪৫। ঢাকাই কোন ধরণের শব্দ?
ক) সর্বনাম
খ) ক্রিয়া
গ) বিশেষণ→→
ঘ)বিশেষ্য

৪৫।নিচের কোনটি ঘোষ ধ্বনি?
ক)শ
খ) ত
গ) হ→→
ঘ)ছ

৪৭।তার হাতের লেখা খুব ভাল, এখানে 'খুব' কি পদ?
ক)বিশেষ্য 
খ) বিশেষণ→→
গ) সর্বনাম 
ঘ)ক্রিয়া

৪৮।কারাগারের রোজনামচা ২০১৭ সালের কোন তারিখে  প্রকাশিত হয়?
ক) ৭ ই মার্চ
খ) ১৭ ই মার্চ→→
গ) ১৬ ডিসেম্বর
ঘ)২৬ শে মার্চ

৪৯।একাত্তরের যিশু কার লেখা?
ক) হাসান আজিজুল হক
খ) আখতারুজ্জামান ইলিয়াস
গ) আবুল কালাম আজাদ
ঘ)শাহরিয়ার কবির→→

৫০) শুদ্ধ বানান কোনটি?
) .পর্ব্বত
) কর্ণার
) কর্নেল →→
) ফটোষ্ট্যাট
 


 

No comments

Powered by Blogger.