ইঞ্জিন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব (০১-১০) | | Important Questions and Answers on Engine Details (01-10)



 ০১। প্রশ্নঃ ইঞ্জিন কাকে বলে ?

উত্তরঃ ইঞ্জিন বলতে মূলত সয়ংক্রিয় যন্ত্র কে বুঝায়। যা জ্বালানি দহনের মাধ্যমে তাপ শক্তিকে কাজে লাগিয়ে নিজে চলে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অন্যান্য যন্ত্রাদি কে চালায় তাকে ইঞ্জিন বলে।


০২। প্রশ্নঃ ইঞ্জিন কত প্রকার কি কি?

উত্তরঃ ইঞ্জিন দুই প্রকারঃ

১. আই সি ইঞ্জিন বা অন্তর্দহ ইঞ্জিন ( Internal Combustion Engine) :

যে ইঞ্জিনের সিলিন্ডারের দহন প্রকোষ্ঠে বা অন্তর্দেশে বাতাস ও জ্বালানির মিশ্রণ কে দহন ঘটিয়ে শক্তি উৎপাদন করে তাকে অন্তর্দহ ইঞ্জিন বলে।


২. ই সি ইঞ্জিন বা বহির্দহ ইঞ্জিন (External Combustion Engine):

বহির্দেশে বাতাস ও জ্বালানির মিশ্রণ কে দহন ঘটানো। (Its Impossible).


💥আই সি ইঞ্জিন এর প্রকারভেদঃ জ্বালানি অনুসারে ৩ প্রকার

            ক) পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন

            খ) ডিজেল ইঞ্জিন

            গ) গ্যাস ইঞ্জিন।

💥 প্রজ্জলন অনুসারে ২ প্রকার

            ক) স্পার্ক ইগনেশন

            খ) কমপ্রেশন ইগনেশন

💥স্ট্রোক এর সংখ্যা এর উপর ২ প্রকার

            ক) দুই স্ট্রোক

            খ) চার স্ট্রোক

💥 ভালভ এর অবস্থান অনুসারে ৪ প্রকার

            ক) L Head বা সাইড ভালভ ইঞ্জিন।

            খ) I-Head বা ইনলাইন ভালভ ইঞ্জিন।

            গ) F-Head ইঞ্জিন।

            ঘ) T-Head ইঞ্জিন।

সংক্ষেপে LIFT বলে।


💥 সিলিন্ডারের সংখ্যা অনুযায়ী ইঞ্জিনকে নিম্ন লিখিত ভাগে ভাগে করা যায়।যথাঃ- 

            ১) এক সিলিন্ডার ইঞ্জিন।

            ২) দুই সিলিন্ডার ইঞ্জিন।

            ৩) তিন সিলিন্ডার ইঞ্জিন।

            ৪) চার সিলিন্ডার ইঞ্জিন।

            ৫) ছয় সিলিন্ডার ইঞ্জিন।

            ৬) আট সিলিন্ডার ইঞ্জিন।


💥 কুকিং সিস্টেম অনুযায়ী ইঞ্জিন দুই প্রকার।যথাঃ-

            ১)এয়ার কুলিং ইঞ্জিন।

            ২)ওয়াটার কুলিং ইঞ্জিন।


💥 সিলিন্ডার এবং বিন্যাশ অনুযায়ী ইঞ্জিন কে নিম্ন লিখিত ভাগে ভাগ করা যায়।যথাঃ-

            ১)ইনলাইন ইঞ্জিন।

            ২)ভি-টাইপ ইঞ্জিন।

            ৩)রেডিয়েল টাইপ ইঞ্জিন।

            ৪)অপজাড সিলিন্ডার ইঞ্জিন।

            ৫)রেডিয়াল সিলিন্ডার ইঞ্জিন।


০৩। প্রশ্নঃ ডিজেল ইঞ্জিন কি?

ডিজেল ইঞ্জিনঃ হাই কম্প্রেশন-ইগনিশন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন৷ সিলিন্ডারের ভিতরে শুধু হাওয়াকে কম্প্রেশন করিয়া অত্যাধিক উত্তাপ সৃষ্টি করিয়া থাকে ৷ হাই স্পীডে ডিজেল ফুয়েলকে জালাইয়া তাপ শক্তি উৎপন্ন করে৷


০৪। প্রশ্নঃ ডিজেল ইঞ্জিন আবিস্কার হয় কত সালে? আবিস্কারকের নাম?

উত্তরঃ ডঃ রুডলফ ডিজেল এবং 1893


০৫। প্রশ্নঃ পেট্রোল ইঞ্জিন কি?

উত্তরঃ


০৬। প্রশ্নঃ সি.আই.ই(CIE) ও এস.আই.ই(SIE) বলতে কী বোঝায়?

উত্তরঃ CIE = Compression Ignition Engine (ডিজেল ইঞ্জিনকে বোঝায় ) ও 

SIE= Spark Ignition Engine (পেট্রোল ইঞ্জিনকে বোঝায়)


০৭। প্রশ্নঃ ইঞ্জিন কী?

উত্তরঃ ইঞ্জিন হলো বহু যন্ত্রাংশের সহযোগে গঠিত একটি বিশেষ যন্ত্র। যেটি নিজে চালিত হয়ে তাপশক্তিকে গতিশক্তিতে রুপান্তরিত করে।


০৮। প্রশ্নঃ ইঞ্জিনের পাওয়ার কি?

একক সময়ে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যান্তরে উৎপাদিত কাজকে ক্ষমতা (POWER) বলে৷আবার কাজ করার হারকে ক্ষমতা (POWER) বলে৷ক্ষমতার একক ওয়াট (WATT) ৷ইঞ্জিনের ক্ষমতা নিভর করে টকের উপর।


০৯। প্রশ্নঃ ইঞ্জিন ইফিসিয়েন্সি বলতে কি বুজায়?

উত্তর: ইঞ্জিনের ইফিসিয়েন্সি বলতে উহার কজের দক্ষতা বুঝায়।কাজের দক্ষতা শব্দের অথ প্রয়োগকৃত কাজ এবং উহা হতে প্রাপ্ত কাজের মধ্যে সম্পক বা অনুপাতকে বুঝায় । ইঞ্জিনের ক্ষেত্রে কোন ইঞ্জিন হতে যে পরিমান কাজ পাওয়া যায় (BHP) এবং ইঞ্জিন যে পরিমান কাজ সরবরাহ করে এই দুইয়ের অনুপাতকে ইঞ্জিন ইফিসিয়েন্সি বলে৷ (BHP=Break horse power)


১০। প্রশ্নঃ ট্যাপেট ক্লিয়ারেন্স বলতে কী বোঝায়? ট্যাপেট ক্লিয়ারেন্স কেন রাখা হয়? 

উত্তরঃ  Valve TipRocker Tip এর মধ্যবর্তী ফাঁকা স্থানকে Tappet Clearance বলে।

 ইঞ্জিন চলাকালীন তাপে বর্ধিত Valve Stem এর জন্য বাড়তি জায়গার প্রয়োজন হয় তাই এই ক্লিয়ারেন্স রাখা হয়।

No comments

Powered by Blogger.