সুন্দরবন গ্যাস কোম্পানি লমিটিডে পরীক্ষার প্রশ্ন-২০২০ | | Sundarbon Gas Company Limited (SGCL) Exam Question-2020

সুন্দরবন গ্যাস কোম্পানি লমিটিডে 
Sundarbon Gas Company Limited (SGCL) 
Post: Sub-Assistant Engineer (Mechanical)
Exam Date: 11.12.2020
Time: 01 Hours                                                                                               Total Marks: 60
👇👇👇👇👇👇👇👇👇
(Department Part-40)

01. কোনো গ্যাস 30 লিটার আয়তন 20000 KPa চাপ এবং 50° তাপমাত্রা হতে 5000 KPa চাপ এবং 30° তাপমাত্রায় নলিে কত কেজি গ্যাস বরে হবে? R = 0.29 KJ/kg°K

02. 50° কোণে হলোনো তলরে উপর 40 কজেি ভররে একটি ব্লক রাখলে ব্লকটি যদি তল বয়েে নচিে নামতে চায় তাহলে কী পরমিাণ র্ঘষণ বল ওভারকাম করতে হবে?

03. একটি পাম্প তলা একটি বাড়ির ছাদে প্রতি মিনিটে 1000 লিটার পানি তুলতে কত HP ক্ষমতার পাম্প লাগবে? পাম্পের দক্ষতা 70% এবং ভবনের উচ্চতা 15 মিটার। 
 
04. একটি হাইড্রোলিক প্রেসের র‌্যাম ও প্লাঞ্জারের ব্যাস যথাক্রমে 40 সেমি ও সেমি এবং উত্তোলিত ওজন যদি 5000 কেজি হয়, তবে কত বল প্রয়োগ করতে হবে?

05. 5cm ব্যাস 2m লম্বা পাইপ একটি ঘরে রাখা আছে। পাইপের তাপমাত্রা  50° এবং পরিবেশের  তাপমাত্রা 30°। পাইপের গুণাঙ্ক 6W/cm^2°C হলে পরিচালন পদ্ধতিতে কী হারে তাপ সঞ্চালন হবে?

06. চালক ও চালিত গিয়ারের দাঁত সংখ্যা যথাক্রমে 100 50 টি এবং এদের মাঝে একটি অলস গিয়ার, যার দাঁত সংখ্যা 25 টি। যদি চালক গিয়ারের ঘূর্ণন গতি 400 rpm হয়, তবে চালিত গিয়ারের ঘূর্ণন গতি কত?

07. ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশনের ডায়াগ্রাম অঙ্কন কর। 

08. নিম্নের চিত্রটির Top View, Front View and Side View অঙ্কন কর। 


👇👇👇👇👇👇👇👇👇
(None-Department Part-20)

০১। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন?

০২। একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কী?

০৩। তারামন বিবি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?

০৪। ‘ওরা ১১ জন’ সিনেমার পরিচালক কে?

০৫। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

০৬। বাইল শাহ আব্দুল করিম কোথায় জন্মগ্রহণ করেন?

০৭। জাতীয় ফলের নাম কী? 

০৮। বাংলাদেশের পোশাকের বাজার কোথায় বেশি? 

০৯। করোনায় আক্রান্ত হয়ে কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক লোক মারা গেছে?

১০। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? 

১১। ‘পদ্ধতি’-এর সদ্ধি বিচ্ছেদ কর। 

১২। ‘কোমল’ এর বিপরীতার্থক শব্দ কী? 

১৩। ‘ব্যাঙের সর্দি’ বাগধারার অর্থ কী? 

১৪। “বঙ্গতে জন্মে হিংসে বঙ্গবাণী” কোর কবির উক্তি?

১৫। কোনটি শুদ্ধ: (ক) সন্ন্যাসী     (খ) সন্যাসী     (গ) সণ্যাসী     (ঘ) স্বন্যাসী। 

১৬। 42 + |4| + |-4| -42 =? 

১৭। 

১৮। 

১৯। 48 এর  25% =? 

২০।  1+3+5+7+ . . . . . . . . . . . . . . +99 =?

No comments

Powered by Blogger.