বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পরীক্ষার পশ্ন-২০১৯ || Bangladesh Chemical Industries Corporation Exam Questions-2019
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
Bangladesh Chemical Industries Corporation (BCIC)
Post: Sub-Assistant Engineer (Mechanical / Chemical)
Exam Date: 19.07.2019
Time: 02 Hours Total Marks: 100
👇👇👇👇👇👇👇👇👇
(Department Part)
01. চিত্রানুযায়ী পাইপের ১ নং সেকশন দিয়ে 1 m^3/sec পানি প্রবাহিত হচ্ছে। ২ নং সেকশনের ব্যাস 125 mm এবং বেগ 2 m/sec এবং ৩ নং সেকশনের ব্যাস 200 mm হলে Q2 ও Q3 এবং V3-এর মান নির্ণয় কর।
02. একটি বেল্ট ড্রাইভে টাইট দিকের টান T1 এবং ঢিলা দিকের টান T2 । টানসমূহের অনুপাত 3 , চালক পুলির ব্যাস 40 cm এবং এটি প্রতি মিনিটে 200 পাক ঘুরে 5 HP প্রেরণ করলে বেল্টে সক্রিয় টানসমূহ নির্ণয় কর।
03. চিত্রানুযায়ী একটি প্লেট-এ তাপ 35°C ঢোকে এবং 25°Cতাপমাত্রায় বের হয়। K = 98 W/m°K, পুরুত্ব 5 mm এবং ক্ষেত্রফল (2m x 2m) হলে তাপ সরবরাহের জন্য কত টন রেফ্রিজারেশন লাগবে?
04. একটি ট্যাংকের একপাশে 2.15 m প্রস্থ এবং 1.35 m গভীর একটি অরিফিস আছে। যদি অরিফিসের ঊভয় পাশের পানির স্তরের পার্থক্য 7.50 m হয়, তবে অরিফিস দিয়ে নির্গমন lit/sec-এ বের কর। [Cd=0.64]
05. একটি আইডিয়াল অটো সাইকেলের P-V Diagram অঙ্কন কর।
06. চিত্রে একটি ম্যানোমিটার দেখানো হয়েছে, যার এক প্রান্ত খোলা এবং অন্য প্রান্ত চিত্রানুযায়ী সংযোগ দেওয়া আছে। G1 , G2 এর গেজ চাপ কত হবে নির্ণয় কর।
08. একটি পাম্প প্রতি ঘন্টায় 25 Liter পানি নির্গমন করে। যদি পাম্পের প্রেসার 196 KPa এবং দক্ষতা 95% হয়, তবে মোটরের ক্ষমতা কত?
09. আয়তাকার একটি পাতের দৈর্ঘ্য 10 cm এবং এর পুরুত্ব 5 mm। উক্ত পাতের প্রান্ত থেকে 5 cm দূরত্বে 1.5 cm ব্যাসের একটি ছিদ্র আছে। পাতের চওড়া 6 cm এবং সর্বোচ্চ টানা সমার্থ্য 3000 kg/cm^2। পাতটি টেনে ছেঁড়ার জন্য কী পরিমাণ বলের প্রয়োজন হবে?
10. 15 cm ব্যাস এবং 30 cm স্ট্রোকবিশিষ্ট একটি দ্বৈত ক্রিয়াশীল রেসিপ্রোকেটিং পাম্প উৎস হতে 20 মিটার উপরে পানি উত্তোলন করছে। পাম্পটি প্রতি মিনিটে 60 বার ঘুরে 0.0102 m^3/sec পানি নির্গমন করে। পাম্পটির দক্ষতা 70% হলে নির্ণয় করঃ (i) তাত্ত্বিক নির্গমন, (ii) তাত্ত্বিক অশ্ব-ক্ষমতা (iii) প্রকৃত অশ্ব-ক্ষমতা, (iv) নির্গমন সহগ, (v) শতকরা স্লিপ।
11. চিত্রটির Top View এবং Front View অঙ্কন কর।
12. নিচের পরিমাপক যন্ত্রগুলো কী?
(i) ফ্যাদোমিটার, (ii)রোটামিটার, (iii) অ্যানিমোমিটার, (iv) ক্যালরিমিটার, (v) স্লাইড ক্যালিপার্স।
No comments