টিগ ওয়েল্ডিং কাকে বলে? What is TIG welding? টিগ ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধাসমূহ লিখ? Write down the advantages and disadvantages of TIG welding?
টিগ ওয়েল্ডিং কাকে বলে? What is TIG welding? টিগ ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধাসমূহ লিখ? Write down the advantages and disadvantages of TIG welding?
👇👇👇👇👇👇👇👇👇
টিগ ওয়েল্ডিংঃ টিগ (TIG) ওয়েল্ডিং এর অর্থ হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস। যে আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ায় আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপটন ইত্যাদি গ্যাসের অবিরাম প্রবাহের ছত্রছায়ায় একটি অক্ষয়িষ্ণু টাংষ্টেন ইলেকট্র্রোড ব্যবহার করে ওয়েল্ডিং করা হয় তাকে টিগ ওয়েল্ডিং বলে।
টিগ ওয়েল্ডিং এর সুবিধাঃ
১) উন্নত মানের ওয়েল্ড জোড় তৈরী করে।
২) ওয়েল্ডিং বীডসমূহ দোষত্রুটি বিহীন হয়ে থাকে।
৩) এটি কোন স্ল্যাগ তৈরী করে না।
৪) যে কোনো পজিশনে ওয়েল্ডিং করা যায়।
৫) অতি দ্রুত ওয়েল্ডিং করা যায়।
৬) এতে কোনো ফ্লাক্স ব্যবহারের প্রয়োজন হয় না।
৭) অধিকাংশ ক্ষেত্রে ফিলার রড ছাড়া আবার প্রয়োজনে ফিলার রড ব্যবহার করা যায়।
৮) এই পদ্ধতিতে মূল ধাতুর গুণাগুণের কোন পরিবর্তন হয় না।
টিগ ওয়েল্ডিং এর অসুবিধাসমুহঃ
১) এটি ধীর গতি সম্পন্ন।
২) দক্ষ করিগরের প্রয়োজন হয়।
৩) ব্যয় বহুল।
৪) অপারেটরের অধিক নিরাপত্তার প্রয়োজন হয়।
৫) ওয়েল্ডিং সরঞ্জামাদি জটিল থাকায় স্থানান্তর যোগ্যতা কম।
No comments