টিগ ওয়েল্ডিং ও মিগ ওয়েল্ডিং কাকে বলে? টিগ ওয়েল্ডিং ও মিগ ওয়েল্ডিং এর মধ্যে পার্থক্য লিখুন। What is Tig Welding and Mig Welding? Write down the differences between TIG welding and MIG welding. [BPDB-17; BCPCL-2020]

 💥💥টিগ ওয়েল্ডিং ও মিগ ওয়েল্ডিং  কাকে বলে? টিগ ওয়েল্ডিং ও মিগ ওয়েল্ডিং এর মধ্যে পার্থক্য লিখুন। What is TIG Welding and MIG Welding? Write down the differences between TIG welding and MIG welding. [BPDB-17; BCPCL-2020] 

 টিগ ওয়েল্ডিংঃ টিগ (TIG) ওয়েল্ডিং এর অর্থ হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস। যে আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ায় আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপটন ইত্যাদি গ্যাসের অবিরাম প্রবাহের ছত্রছায়ায় একটি অক্ষয়িষ্ণু টাংষ্টেন ইলেকট্র্রোড ব্যবহার করে ওয়েল্ডিং করা হয় তাকে টিগ ওয়েল্ডিং বলে।  

মিগ ওয়েল্ডিংঃ  মিগ (গওএ) এর অর্থ হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস। যে আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ায় আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপটন, ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাসের অবিরাম প্রবাহের ছত্রছায়ায় একটি ক্ষয়িষ্ণু মেটাল ইলেকট্রোড ব্যবহার করে ওয়েল্ডিং করা হয়  তাকে মিগ ওয়েল্ডিং বলে। 

 টিগ ওয়েল্ডিং ও মিগ ওয়েল্ডিং এর মধ্যে পার্থক্যঃ

টিগ ওয়েল্ডিং

মিগ ওয়েল্ডিং 

০১। ইলেকট্রোড হিসেবে টাংষ্টেন ব্যবহৃত করা হয়। 

০১। ইলেকট্রোড হিসেবে মেটাল ব্যবহার করা হয়। 

০২। ইলেকট্রোড ক্ষয় প্রাপ্ত হয় না। 

০২। ইলেকট্রোড ক্ষয় প্রাপ্ত হয়। 

০৩। তৃতীয় ধাতুর প্রয়োজন হয়।

০৩। তৃতীয় ধাতুর প্রয়োজন হয় না। 

০৪। ডাইরেক্ট কারেন্ট রির্ভাস পোলারিটিতে কাজ করা যায় এবং ষ্ট্রেইট পোলারিটিতে ব্যবহৃত হয়।

০৪। ডাইরেক্ট কারেন্ট রির্ভাস পোলারিটিতে ব্যবহৃত হয়। 

০৫। দ্রুত গতিতে ওয়েল্ডিং করা যায় না।

০৫। দ্রুত গতিতে ওয়েল্ডিং করা যায়। 

০৬। ইলেকট্রোড ও টর্চকে ঠান্ডা রাখার জন্য পানি সরবরাহ অবশ্যই রাখা প্রয়োজন।

০৬। ইলেকট্রোড ও নজেলকে ঠান্ডা রাখতে পানি বা বায়ু প্রবাহ প্রয়োজন হয়। 

০৭। এসি এবং ডিসি উভয় প্রকার সরবরাহ ব্যবহার করা যায়।

০৭। কেবলমাত্র ডিসি সরবরাহ ব্যবহার করা হয়। 



💥💥 ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধা লিখ ||

💥💥 আর্ক কাকে বলে? ইহা কিভাবে সৃষ্টি হয়? ইহার সর্বাধিক তাপমাত্র কত? আর্ক ভোল্টেজ কাকে বলে?


💥💥 সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য লিখ অথবা সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে ৫টি পার্থক্য লিখ। Write down the differences between soldering and brazing? [MOE-2016; WZPDCL-2019, NTRCA-2019, PGCB-2020, BR Powergen-202 1]


No comments

Powered by Blogger.