আর্ক কাকে বলে? ইহা কিভাবে সৃষ্টি হয়? ইহার সর্বাধিক তাপমাত্র কত? আর্ক ভোল্টেজ কাকে বলে?

প্রশ্ন : আর্ক কাকে বলে? ইহা কিভাবে সৃষ্টি হয়? ইহার সর্বাধিক তাপমাত্র কত? আর্ক ভোল্টেজ কাকে বলে?

আর্ক ⇒ চলবিদ্যুৎ সম্পন্ন ধাতব বাষ্পের জ্বলন্ত প্রবাহকে আর্ক বলে।
বিদ্যুৎ বর্তনীর দুটি পরিবাহীর মধ্যে যদি স্বল্প পরিমান ফাঁকা জায়গা থাকে এবং ঐ ফাঁকা জায়গা দিয়ে বিদ্যুৎ প্রবাহের মত যথেষ্ঠ বৈদুতিক চাপ বা ভোল্টেজ থাকে, তবে সেখানে এই আর্কের সৃষ্টি হয়।
বৈদ্যুতিক আর্কের সর্বাধিক তাপমাত্রা ১১০০ ডিগ্রী ফাঃ ৬০৯৩.৩ ডিগ্রী সেঃ

 


Fig: © Interesting Engineering

 আর্ক ভোল্টেজ:
আর্ক ওয়েল্ডিং এর সময় কার্যস্থলে যে পরিমান ভোল্টেজ উৎপন্ন হয় তাকে আর্ক ভোল্টেজ বলে। 
আর্ক ভোল্টেজ, E=20+30h এখানে,( h = আর্কের দৈর্ঘ্য)


💥💥 ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধা লিখ ||

💥💥 আর্ক কাকে বলে? ইহা কিভাবে সৃষ্টি হয়? ইহার সর্বাধিক তাপমাত্র কত? আর্ক ভোল্টেজ কাকে বলে?


💥💥 সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য লিখ অথবা সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে ৫টি পার্থক্য লিখ। Write down the differences between soldering and brazing? [MOE-2016; WZPDCL-2019, NTRCA-2019, PGCB-2020, BR Powergen-202 1]




No comments

Powered by Blogger.