ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধা লিখ ||

প্রশ্ন : ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধা লিখ |  

 উত্তর: ওয়েল্ডিং (Welding):

যে পদ্ধতিতে দুই বা ততোধিক ধাতুকে গলিত বা অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে বা বিনা চাপে জোড়া দেওয়া হয় তাকে ওয়েল্ডিং বলে। ইহাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
   ক) ফিউশন ওয়েল্ডিং
   খ) নন ফিউশন ওয়েল্ডিং ।

Fig: © Interesting Engineering


সুবিধা সমূহ (Advantage) ঃ

১)    একটি সুন্দর ও নিখুঁত ওয়েল্ডিং জোড়া মূল ধাতুর মত বা তার চাইতে শক্ত হতে পারে।
২)    সাধারনত ওয়েল্ডিং পদ্ধতির সরঞ্জামাদি তেমন ব্যয়বহুল নয়।
৩)    ওয়েল্ডিং পদ্ধতির সরঞ্জামগুলি স্থানান্তরযোগ্য।
৪)    যন্ত্র বা যন্ত্রাংশের জটিল গঠনে জোড়ার কাজ সম্পাদন করা যায় যা হয়ত অন্য পদ্ধতিতে সম্ভব নয়।
৫)    নিচ্ছিদ্র জোড়া দেওয়া সম্ভব যা অন্য পদ্ধতিতে দেওয়া সম্ভব নয়।

অসুবিধা সমূহ (Disadvantage)

১)    ওয়েল্ডিং পদ্ধতি ক্ষতিকারক আলোক বিকিরণ করে।
২)    ওয়েল্ডিং পদ্ধতির জোড়া স্থান অমসৃণ হয়।
৩)    উত্তম সতর্কতা এবং দক্ষ শ্রমিক প্রয়োজন হয়।
৪)    শারীরিক ও পরিবেশের ক্ষতি করে।
৫)    শুধুমাত্র ওয়েল্ডেবল মেটেরিয়ালস এর ক্ষেত্রে প্রযোজ্য।


💥💥 ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধা লিখ ||

💥💥 আর্ক কাকে বলে? ইহা কিভাবে সৃষ্টি হয়? ইহার সর্বাধিক তাপমাত্র কত? আর্ক ভোল্টেজ কাকে বলে?


💥💥 সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য লিখ অথবা সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে ৫টি পার্থক্য লিখ। Write down the differences between soldering and brazing? [MOE-2016; WZPDCL-2019, NTRCA-2019, PGCB-2020, BR Powergen-202 1]





No comments

Powered by Blogger.