সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য লিখ অথবা সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে ৫টি পার্থক্য লিখ। Write down the differences between soldering and brazing? [MOE-2016; WZPDCL-2019, NTRCA-2019, PGCB-2020, BR Powergen-2021]

💥প্রশ্ন :সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য লিখ অথবা সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে ৫টি পার্থক্য লিখ। Write down the differences between soldering and brazing? [MOE-2016; WZPDCL-2019, NTRCA-2019, PGCB-2020, BR Powergen-202 1]

সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য হলো:

 সোল্ডারিং (Soldering)

 ব্রেজিং (Brazing)

 ০১। সোল্ডারিং এ ব্যবহৃত ফিলার মেটালের গলনাংক ৮০০ ডিগ্রী ফাঃ এর নীচে। 

 ০১। ব্রেজিং এ ব্যবহৃত ফিলার মেটালের গলানংক ৮০০ ডিগ্রী ফাঃ এর উপরে। 

 ০২। ইহাতে সোল্ডার টিন ও দস্তা বা তামা ও দস্তার তৈরী। 

 ০২। ব্রেজিং এ তামা ও সিলভার সমৃদ্ধ সংকর ব্যবহৃত হয়। 

 ০৩। ফ্লাক্স হিসাবে রেজিন, রেজিন + অ্যালকোহল, জিংক ক্লোরাইড ব্যবহৃত হয়। 

 ০৩। ফ্লাক্স হিসাবে বোরাক্স, বোরিক এসিড জাতীয় পদার্থ ব্যবহৃত হয়। 

 ০৪। এই পদ্ধতিতে তাপমাত্রা ৫০০ ডিগ্রী থেকে ৭০০ ডিগ্রী ফাঃ এর মধ্যে সীমাবদ্ধ থাকে। 

 ০৪। এই পদ্ধতিতে তাপমাত্রা ১১০০ ডিগ্রী থেতে ১৯৮৩ ডিগ্রী ফাঃ এর মধ্যে থাকে। 

 ০৫। ফ্লাক্স ব্যবহারে প্রয়োজন পড়ে না। 

 ০৫। ফ্লাক্স ব্যবহারের প্রয়োজন পড়ে। 



💥💥 ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধা লিখ ||

💥💥 আর্ক কাকে বলে? ইহা কিভাবে সৃষ্টি হয়? ইহার সর্বাধিক তাপমাত্র কত? আর্ক ভোল্টেজ কাকে বলে?


💥💥 সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য লিখ অথবা সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে ৫টি পার্থক্য লিখ। Write down the differences between soldering and brazing? [MOE-2016; WZPDCL-2019, NTRCA-2019, PGCB-2020, BR Powergen-202 1]








No comments

Powered by Blogger.