B-R Powergen Ltd Exam [Power Sector Question Solution - 2021]

 B-R Powergen Ltd. 

Power Sector Question Solution-2021
Post : Sub Assistant Engineer (Mechanical/Electrical/Power)
Venue - MIST
...........................................................................

প্রশ্নঃ বাংলাদেশ-ভারত ইন্টারকানেক্ট গ্রিড কোথায় এবং কত মেগাওয়াট?

উত্তরঃ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র দুটি আন্তঃদেশীয় গ্রিড লাইনের মাধ্যমে ভারত থেকে প্রতিদিন ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। ভারতের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে আসছে ১০০০ মেগাওয়াট এবং ত্রিপুরা থেকে কুমিল্লা হয়ে আসছে ১৬০ মেগাওয়াট। 


প্রশ্নঃ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত এবং এটি সুন্দরবন থেকে কত কিমি দূরে অবস্থিত?

উত্তরঃ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট এবং এটি সুুুুুুুুন্দরবন তেকে ১৪ কিমি দূরে অবস্থিত। 


প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায় এবং এটির ক্ষমতা কত?

উত্তরঃ বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রেটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অবস্থিত। এটির ক্ষমতা হলো ৫০ মেগাওয়াট। 


প্রশ্নঃ সম্প্রতি সরকারিভাবে কোন কোন প্রতিষ্ঠানের সাথে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয় এবং কত মেগাওয়াট?

উত্তরঃ বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাগেরহাটের মংলায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মস্ত্রিসভা কমিটি। 

চীনের কনসোর্টিয়াম অব এনভিলন এনার্জি (জিয়াংসু) কোম্পানি লিমিটেড, বাংলাদেশের এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং হংকং ভিত্তিক এনভিশন রিনিউয়্যাবল এনার্জি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে ২০ বছর মেয়াদি চুক্তিতে যৌথভাবে কেন্দ্রটি স্থাপন করবে। 




প্রশ্নঃ BR-Powergen এর মিশন কী?

উত্তরঃ মিশনঃ দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্য সরকারের গৃহীত পরিকল্পনা অনাযায়ী বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন। 


প্রশ্নঃ BR-Powergen এর পাওয়ার প্লান্টগুলো কোথায় অবস্থিত এবং কত মেগাওয়াটের?

উত্তরঃ BR-Powergen এর পাওয়ার প্লান্টগুলোর অবস্থান ও উৎপাদন ক্ষমতা নিচে দেওয়া হলঃ 

  পাওয়ার প্লান্টসমূহের অবস্থা

 অবস্থান 

 ক্ষমতা

 প্লান্ট টাইপ 

 রানিং পাওয়ার প্লান্ট (Existing Power Plant)

 কড্ডা (Kodda)

 150 MW

Kodda 150 MW Dual Fuel Power Plant.  

 চলমান প্রজেক্ট (Ongoing Project)

 মিরসরাই (Mirsarai)

 150 MW

 Mirsarai 150MW Dual Fuel Power Plant Project. 

 আসন্ন প্রজেক্ট (Upcoming Project) 

 শ্রীপুর (Sreepur)

 150 MW 

 Sreepur 150MW HFO BASed Power Plant Project. 

 মাদারীগঞ্জ (Madariganj) 

 100 MW 

 Madariganj 100 MW Solar Power Plant. 

 ভবিষ্যত প্রজেক্টসমূহের পরিকল্পনা (Future Projects Plant) 

 মিরসরাই (Mirsarai)

 400 MW 

 Mirsarai 400MW LNG Based Combined Cycle Power Plant 

 মহেশখালী (Maheskhali) 

 1320 MW 

 Maheskhali 1320 MW Coal Based Thermal Power Plant 


⇛ Power Grid Company of Bangladesh Ltd (PGCB) Power Sector Question Solution [2019]

⇛ Dhaka Electric Power Supply Company Limited (DESCO) Power Sector Question Solution [2019]

⇛ Power Grid Company of Bangladesh Ltd (PGCB) Power Sector Question Solution [2018]


No comments

Powered by Blogger.