Bangladesh Petroleum Exploration and Production Company Limited (BAPEX) Exam Question Solution 2023 || Post: Trainee Dealer


বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী
 Bangladesh Petroleum Exploration and Production Company Limited. 
পদের নামঃ ট্রেইনি ডিলার
তারিখঃ ২০/০১/২০২৩
পরীক্ষার স্থানঃ BUET
............................................................................................................................
কমবাইন্ড প্রশ্ন করা হয়েছে- (সিভিল, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল)

০১। Diode এর ফরোয়ার্ড ভোল্টেজ 0.75V হলে, নিম্নের বর্তনীর 10KΩ রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এর মান নির্ণয় কর?
উত্তরঃ  আমরা জানি, 
                                  I = (9-0.75)/10x10^3 

                                 = 0.825 mA (Answer) 

 
০২। একটি 4 Pole 3-Phase ইন্ডাকশন মোটর 415V সাপ্লাইয়ে চলে। Slip = 0.05 এবং রোটর স্পিড 1425RPM2 Pole সিংক্রোনাস মোটরকে একই পাওয়ার সরবরাহ করলে সিংক্রোনাস মোটরকে একই পাওয়ার সরবরাহ করলে সিংক্রোনাস মোটরের স্পিড নির্ণয় কর। 

উত্তরঃ ✌✌✌সিংক্রোনাস মোটরের স্পিডঃ 

= (120 x 50) / 2

= 3000 rpm (Answer) 

০৩। যদি R =10Ω  হয়, তাহলে পাওয়ার খরচের  পরিমাণ নির্ণয় কর। 
উত্তরঃ ✌✌✌আমরা জানি, 

০৪।  একটি নমনীয় ও একটি ভঙ্গুর বস্তুকে টানা বল প্রয়োগ করে টানলে এর স্ট্রেসও স্ট্রেইন কার্ভ দেখাও ও বিভিন্ন পয়েন্ট চিহ্নিত কর। 

উত্তরঃ✌✌✌

নমনীয় বস্তুর স্টেস -স্ট্রেইন ডায়াগ্রাম
ভঙ্গুর বস্তুর স্টেস -স্ট্রেইন ডায়াগ্রাম


০৫। ভূগর্ভ থেকে তেল বা গ্যাস উত্তোলনের জন্য কি কি প্রয়োজন? সংক্ষেপে আলোচনা কর। 

উত্তরঃ ভূগর্ভ থেকে তেল বা গ্যাস উত্তোলনের প্রক্রিয়া গুলো হল-

০১) খনিজ পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা করাঃ যে খনিজ  হতে তেল বা গ্যাস উত্তোলন করা হবে, সেই স্থানে ভারী যান বাহন ও মানুষের যাতায়াতের জন্য প্রয়োজনীয় রাস্তা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করতে হবে।

০২) ড্রিলিংঃ যেহেতু গ্যাস ও তেল ভূগর্ভে অনেক গভীরে থাকে তাই, তেল বা গ্যাস উত্তোলনের জন্য অবশ্যই ড্রিল করতে হবে। 

০৩) পাইপিংঃ নির্দিষ্ট গভীরতা পর্যন্ত ড্রিল করা শেষে তেল বা গ্যাস উত্তোলনের জন্য পাইপ বসানো হয় এবং সেই সাথে খনি হতে প্রাপ্ত তেল বা গ্যাসকে পরীক্ষা করে দেখা হয়। 

০৪) পারফোরেটিংঃ তেল বা গ্যাস উত্তোলনের পূর্বে খনিতে থাকা পাথরকে ভেঙ্গে ফেলা হয়, যাতে পাথরে আটকে থাকা তেল বা গ্যাস উত্তোলন করা সম্ভব হয়। 

০৫) উত্তোলনঃ খনিতে থাকা সকল তেল বা গ্যাসকে  একত্রিত করে এর তাপ ও চাপ পরিমাপ করে, উত্তোলন কাজ শুরু করা হয়। 

০৬) সংরক্ষণঃ খনিজ হতে প্রাপ্ত তেল বা গ্যাসকে প্রথমিক ভাবে সংরক্ষণ করা হয়, যাতে এগুলো ব্যবহার উপযোগী করার জন্য ফ্যাক্টরীতে পাঠানো যায়। 

০৬। নিচের ড্রয়িং এর এবং অংকন কর। 


Draw Top and Front View

TOP View and Front View 

No comments

Powered by Blogger.