Thermodynamics Process and Cycle Basic MCQ Part-03 || থার্মোডাইনামিক্স প্রসেস এবং সাইকেল এর বেসিক এমসিকিউ পর্ব-০৩
Thermodynamics Process and Cycle Basic MCQ Part-03
০১। যে নির্দিষ্ট স্থানে অথবা ক্ষেত্রে থার্মোডাইনামিক্স কার্য সম্পাদিত হয়ে তাকে বলে-
ক) Thermodynamics system ✅
খ) Thermodynamics cycle
গ) Thermodynamics process
ঘ) Thermodynamics law
খ) Thermodynamics cycle
গ) Thermodynamics process
ঘ) Thermodynamics law
০২। ক্লোজড সিস্টেম হচ্ছে তাপ এবং কাজ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু ভর সীমানা অতিক্রম করতে পারে না।
ক) Yes ✅
খ) No
০৩। একটি থার্মোডাইনামিক সিস্টেমে Extensive property হচ্ছে-
ক) Extensive heat is transferred
খ) Extensive work is done
গ) Extensive energy is utilized
ঘ) None of these ✅
০৪। নিচের কোনটি Extensive property?
ক) Pressure খ) Volume ✅
গ) Temperature ঘ) Density
০৫। নিচের কোনটি intensive property?
ক) Volume খ) Temperature ✅
গ) Mass ঘ) Energy
০৬। নিচের কোনটিকে পরম শূন্য তাপমাত্রা ধরা হয়?
ক) -২৭৩ ডিগ্রি সেঃ✅ খ) ২৭৩ ডিগ্রি সেঃ
ক) -২৭৩ ডিগ্রি সেঃ✅ খ) ২৭৩ ডিগ্রি সেঃ
গ) ২৩৭ ডিগ্রি সেঃ ঘ) -২৩৭ ডিগ্রি সেঃ
০৭। এস আই এককে এনার্জি র একক-
ক) J✅ খ) J-m গ) W ঘ) J/m
০৮। এক কিলোওয়াট = ?
ক) 1 N-m/s খ) 100 N-m গ) 1000 N-m/s✅ ঘ) 1x10^6 N-m/s
০৯। এক জুল = ?
ক) 1 N-m✅ খ) 1 KN-m গ) 10N-m/s ঘ) 10KN-m/s
১০। পানির আপেক্ষিক তাপ-
ক) 1.817 খ) 2.512 গ) 4.187 ✅ ঘ) None of these
১১। তাপ এবং যান্ত্রিক শক্তি পরস্পর পরিবর্তনশীল। সূত্রটি কে আবিষ্কার করেন?
ক) Boyle খ) Charles গ) Joule✅ ঘ) None of these
👇👇👇
No comments