Model Exam Question -01 || Department Part || মডেল পরীক্ষার প্রশ্ন -০১ || ডিপার্টমেন্ট পার্ট ||
Model Exam Question 2023
মোট মার্কঃ ৫০x০১ = ৫০
01. আপ মিলিংকে বলা হয়-
ক) এন্ড মিলিং
খ) ফেস মিলিং
গ) ক্লাইম্ব মিলিং
ঘ) কনভেনশনাল মিলিং
02. গিয়ার প্রস্তুত করতে কোন ধরণের কাস্টিং ব্যবহার করা হয়?
ক) পারমানেন্ট মোল্ড কাস্টিং
খ) স্ল্যাশ কাস্টিং
গ) সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং
ঘ) সব গুলোই
03. কোন পদ্ধতিতে সর্বাপেক্ষা সূক্ষতার সাথে ছিদ্র করা হয়?
ক) ড্রিলিং
খ) রিমিং
গ) ব্রচিং
ঘ) বোরিং
04. স্টেইনলেস স্টিলে মরিচারোধের জন্য কি ব্যবহার করা হয়?
ক) সিলিকন
খ) ক্রোমিয়াম
গ) কার্বন
ঘ) কোনটিই নয়
05. ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং টর্চকে কত ডিগ্রি কোন ধরতে হয়?
ক) ৩০°
খ) ৪৫°
গ) ৬০°
ঘ) ৯০°
06. "King of Metals" বলা হয় কোন ধাতুকে?
ক) তামা
খ) লোহা
গ) স্টিল
ঘ) স্বর্ণ
07. নিচের কোন ধাতুটি সবচেয়ে বেশি ভঙ্গুর?
ক) কপার
খ) ব্রাশ
গ) ব্রোঞ্জ
ঘ) কাস্ট আয়রন
08. কার্বন স্টিলে কার্বনের পরিমান কত?
ক) ০.১% - ০.৪%
ঘ) ০.২% - ০.৬%
গ) ০.২% - ০.৮%
ঘ) ০.৯% - ১.৪%
09. কোন ধাতুর জন্য ফোর্জড ওয়েল্ডিং সুবিধাজনক?
ক) স্টেইনলেস স্টিল
খ) হাই কার্বন স্টিল
গ) রট আয়রন
ঘ) কাস্ট আয়রন
10. গ্যাস ওয়েল্ডিং পদ্ধতিতে দাহ্য গ্যাস হিসেবে ব্যবহার করা হয়?
ক) এসিটিলিন
খ) LPG
গ) হাইড্রোজেন
ঘ) সবগুলোই
11. Cast iron - এ কার্বনের শতকরা হার কত থাকে?
ক) ০.১ থেকে ০.৫
খ) ০.৫ থেকে ১.০
গ) ১.০ থেকে ১.৭
ঘ) ১.৭ থেকে ৪.৫
12. গ্যাস ওয়েল্ডিং-এ অক্সিজেন সিলিন্ডারের চাপ কত থাকে?
ক) 120 kg/cm2
খ) 150 kg/cm2
গ) 210 kg/cm2
ঘ) 70 kg/cm2
13. কাস্ট আয়রন হচ্ছে-
ক) Brittle
খ) Hard
গ) Non-maleable
ঘ) সবগুলোই
14. যেকোন কোণে সমান্তরাল দাগ টানার জন্য কোন ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়?
ক) T square
খ) Set Square
গ) Scale
ঘ) Clinograph
15. অক্সিজেন সিলিন্ডার কি রং দিয়ে Paint করা হয়?
ক) কালো
ঘ) সাদা
গ) মেরুন
ঘ) হলুদ
16. বায়ুশূন্য স্থানে কোন পদ্ধতিতে ওয়েল্ডিং করা হয়?
ক) EDM
খ) EBW
গ) GMAW
ঘ) GTAW
17. গলিত ধাতুর অপদ্রব্য দ্বারা সৃষ্ট ত্রুটিকে কি বলা হয়?
ক) ব্লো হোল
খ) কোর ব্লো
গ) সংকোচন
ঘ) স্ল্যাগ হোল
18. সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানকে বলে-
ক) সেনসিং এলিমেন্ট
খ) থার্মিস্টার
গ) স্প্যান
ঘ) রেঞ্জ
19. বাসাবাড়ির তৈজসপত্রে কোন ধাতু বেশি ব্যবহার করা হয়?
ক) আয়রন
খ) প্লাটিনাম
গ) কপার
ঘ) অ্যালুমিনিয়াম
20. ভূগর্ভে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?
ক) তামা
খ) লোহা
গ) অ্যালুমিনুয়াম
ঘ) স্বর্ণ
21. Transition fit এর উদাহরণ হচ্ছে-
ক) Running fit
খ) Expansion fit
গ) Wringing fit
ঘ) Shrinkage fit
22. সাধারণত ড্রাফট অ্যালাউন্স কত ডিগ্রী রাখা হয়?
ক) ২°
খ) ৪°
গ) ৬°
ঘ) ১০°
23. ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কত?
ক) 0.001mm
খ) 0.01mm
গ) 0.002mm
ঘ) 0.02mm
24. স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের কোন পয়েন্ট থেকে মেটাল কাটিং অপারেশন শুরু হয়?
ক) Propotional limit
খ) Ultimate point
গ) Fracture point
ঘ) Yeild Point
25. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
ক) আর্ক ওয়েল্ডিং
খ) ঘর্ষণ ওয়েল্ডিং
গ) থার্মিট ওয়েল্ডিং
ঘ) কোনটিই নয়
26. ভার্নিয়ার বিভেল প্ৰট্রাক্টর দিয়ে কি পরিমাপ করা হয়?
ক) কোণ
খ) বাইরের ব্যাস
গ) পুরুত্ব
ঘ) ভিতরের ব্যাস
27. অ্যালুমিনিয়াম ধাতু ওয়েল্ডিং এর জন্য কোন পদ্ধতি উপযোগী?
ক) TIG
খ) MIG
গ) Gas welding
ঘ) Resistance welding
28. ব্লাস্ট ফার্নেস হতে কোনটি পাওয়া যায়?
ক) কাস্ট আয়রন
খ) রট আয়রন
গ) পিগ আয়রন
ঘ) স্টিল
29. একটি ছিদ্রের মধ্য দিয়ে থ্রেড কাটতে ব্যবহৃত হয়-
ক) Die
খ) Threaded insert
গ) Tap
ঘ) Lathe machine
30. কোন ধাতুকে প্রকৃতি হতে সরাসরি পাওয়া যায়?
ক) কপার
খ) প্লাটিনাম
গ) আয়রন
ঘ) পটাসিয়াম
31. সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং পদ্ধতিতে ব্যবহৃত কোর কি দিয়ে তৈরি করা হয়?
ক) কার্বন স্টিল
খ) প্লাস্টিক
গ) বালি
ঘ) কোর ব্যবহার করা হয় না
32. নিচের কোনটি ভালো তাপ পরিবাহী কিন্তু বিদ্যুৎ কূপরিবাহী?
ক) স্বর্ণ
খ) মাইকা
গ) কপার
ঘ) সিলভার
33. ওয়েল্ডিং জোড়া পরীক্ষার জন্য ধ্বংসাত্মক টেস্ট(DT) কোনটি?
ক) টেনসাইল টেস্ট
খ) রেডিও গ্রাফিক টেস্ট
গ) অল্ট্রাসনিক টেস্ট
ঘ) লিকেজ টেস্ট
34. ____ ওয়েল্ডিং এর ক্ষেত্রে প্রিহিটিং আবশ্যক?
ক) হাই স্পিড স্টিল
খ) স্টেইনলেস স্টিল
গ) কাস্ট আয়রন
ঘ) জার্মান সিলভার
35. স্টেইনলেস স্টিলে আয়রন ও কার্বন ছাড়াও কি থাকে?
ক) নিকেল
খ) ক্রোমিয়াম
গ) টিন
ঘ) ক ও খ
36. ব্রোঞ্জে বিদ্যমান রয়েছে?
ক) তামা
খ) টিন
গ) জিংক
ঘ) ক ও খ
37. আধুনিক সভ্যতার ভিত্তি কি?
ক) স্বর্ণ
খ) ব্রোঞ্জ
গ) তাম্র
ঘ) লৌহ
38. কপার ও জিঙ্ক এর সংকর ধাতু কোনটি?
ক) ইস্পাত
খ) ব্রাস
গ) মোনাল মেটাল
ঘ) স্টার্লিং সিলভার
39. ফিলেটের আকৃতি কি রকম হয়? *
ক) Convex
খ) Concave
গ) Plane
ঘ) Convex & Concave
40. কেলামিন কোন ধাতুর আকরিক?
ক) টিন
খ) মেগনেসিয়াম
গ) জিংক
ঘ) কপার
41. মিলিং মেশিনে কাটিং টুল ____ সংযুক্ত থাকে।
ক) Spindle-এ
খ) Arbor-এ
গ) column-এ
ঘ) knee- এ
42. গ্রাইন্ডিং অপারেশন একটি _____ অপারেশন।
ক) শেপিং
খ) ফর্মিং
গ) সারফেস ফিনিস
ঘ) টার্নিং
43. এক মাইক্রোন = ______ সেন্টিমিটার।
ক) 1/1000
খ) 1/100
গ) 1/10
ঘ) 1/10000
44. মোল্ডিং স্যান্ড হতে বাতাস ব্যাস হয়ে যাওয়ার সুব্যবস্থা না থাকলে, কোন ধরণের ত্রুটি দেখা দেয়?
ক) কোল্ড শট
খ) ব্লো হোল
গ) শিফট
ঘ) সোয়েল
45. স্যান্ড মোল্ডের মাঝের অংশকে কি বলে?
ক) Cope
খ) Drag
গ) Cheek
ঘ) কোনটিই নয়
46. EDM হল- *
ক) শক্তি নির্গমন পদ্ধতি
খ) ইলেক্ট্রো- নির্গমন পদ্ধতি
গ) শক্তি নির্দেশক পদ্ধতি
ঘ) দক্ষতা নির্দেশক পদ্ধতি
47. The size of a lathe is specified by -
ক) length between centers
খ) swing over the load
গ) swing over the carriage
ঘ) all of these
48. নিচের কোন অপারেশন লেদ মেশিনের সাহায্যে করা হয় না?
ক) স্লটিং
খ) ড্রিলিং
গ) টার্নিং
ঘ) টেপার টার্নিং
49. মিলনযোগ্য দুটি পার্টসের মধ্যকার ক্লিয়ারেন্স পরিমাপ করা হয়_____ মাধ্যমে?
ক) ডায়াল গেজ
খ) গো গেজ
গ) নো-গো গেজ
ঘ) ফিলার গেজ
50. আলফা আয়রনের ক্রিস্টাল স্ট্রাকচার কেমন হয়?
ক) Simple cubic
খ) Face centered cubic
গ) Body centered cubic
ঘ) Closed pack hexagonal
No comments