ফিলেট কি? ফিলেট কেন ব্যবহার করা হয়? কয়েকটি ফিলেট মেটারিয়ালের নাম লিখ। || স্যান্ড বাইন্ডার কি? কত প্রকার ও কি কি? || অ্যাডিটিভস কি? কত প্রকার ও কি কি? কয়েকটি অ্যাডিটিভস এর নাম লিখ।

প্রশ্নঃ ফিলেট কি? ফিলেট কেন ব্যবহার করা হয়? কয়েকটি ফিলেট মেটারিয়ালের নাম লিখ।

 উত্তরঃ ফিলেট: সকল ধরনের প্যাটার্নে ভিতরের দিকের ধারালো কোনা গুলি পরিহার করা উচিৎ। এই জন্য দুইটি তলের ছেদবিন্দুর কোনাকে গোলাকার করতে যে পধার্থ ব্যবহার করা হয় তাকে ফিলেট বলে।
ফিলেট ব্যবহারের কারন-
১) মোল্ড গর্তে গলিত ধাতু সহজে প্রবাহিত করতে ফিলেট সাহায্য করে।
২) ভিতরের দিকের কর্নারের ঢালাইকে মজবুত করে।
ফিলেট মেটেরিয়ালসঃ কাঠ, চামড়া, মোম, প্ল্যাস্টিক, ফাইবার বা ধাতব পদার্থ দ্বারা ফিলেট তৈরি করা হয়।

প্রশ্নঃ স্যান্ড বাইন্ডার কি? কত প্রকার ও কি কি?

 উত্তরঃ স্যান্ড বাইন্ডার : মোল্ডিং বালিকে জমাট বাঁধতে সাহায্য কারি পদার্থকে স্যান্ড বাইন্ডার বলে। এটা মোল্ডিং বালিকে প্রয়োজনীয় bonding strength প্রদান করে।
স্যান্ড বাইন্ডার কে তিনটি শ্রেনীতে বিভক্ত করা যায়ঃ
১) মাটি জাতীয় বাইন্ডার (Clay Type Binder)
২) জৈব জাতীয় বাইন্ডার (Organic Type Binder)
৩) অজৈব জাতীয় বাইন্ডার (Inorganic Type Binder)
মাটি জাতীয় বাইন্ডার কে পাঁচটি শ্রেনীতে বিভক্ত করা যায়ঃ 
১) ফায়ার ক্লে (Fire Clay) 
২) বেন্টুনাইট (Bentonite) 
৩) ইললিট (Iillite) 
৪) লিমোনাইট (Limonite) 
৫) কওলিনাইট (Kaolinite)
পাঁচটি জৈব জাতীয় বাইন্ডার-
১) চিটাগুড় 
২) রেজিন 
৩) পিচ 
৪) তিসির তৈল 
৫) গোবর
পাঁচটি অজৈব জাতীয় বাইন্ডার-
১) পোর্টল্যান্ড সিমেন্ট 
২) সিলিকেট 
৩) বেন্টোনাইট 
৪) ফায়ার ক্লে 
৫) জিপসাম

প্রশ্নঃ অ্যাডিটিভস কি? কত প্রকার ও কি কি? কয়েকটি অ্যাডিটিভস এর নাম লিখ।

 উত্তরঃ অ্যাডিটিভস: স্যান্ড বাইন্ডার ব্যাতিত মোল্ডিং বালির সাথে অল্প পরিমাণ অন্যান্য মেটেরিয়াল মিশ্রিত করা হয় জা বন্ধন ক্রিয়ায় কোন প্রভাব ফেলেনা। এই সমস্ত মেটারিয়াল কে অ্যাডিটিভস বলে।

অ্যাডিটিভস কে দুই ভাবে ভাগ করা যায় যথা-
১) ফেসিং অ্যাডিটিভস 
২) কুশন অ্যাডিটিভস
কয়েকটি ফেসিং অ্যাডিটিভস এর নাম-
১) কয়লার গুড়া  
২) আলকাতরা  
৩) গ্রাফাইট  
৪) কোক  
৫) সিলিকা গুড়া
কয়েকটি কুশন অ্যাডিটিভস এর নাম-
১) কাঠের গুঁড়া 
২) পিয়ারলাইট 
৩) আয়রন অক্সাইড 
৫) এমোনিয়াম বাই ফ্লোরাইড

..................................................................................................................................................

 🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০১ 🌟🌟

ফাউন্ড্রী বলতে কি বুঝায়? || মোল্ড তৈরিতে ব্যবহৃত টুলসের নাম লিখ? || প্যাটার্ন কি? কত প্রকার ও কি কি? 

 🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০ 🌟🌟

মাষ্টার প্যাটার্ন কি? প্যাটার্ন তৈরির কয়েকটি মেটেরিয়ালস এর নাম লিখ || ভাল প্যটার্নের কি কি গুণাবলী থাকা উচিৎ? 

 🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০৩ 🌟🌟

ফিলেট কি? ফিলেট কেন ব্যবহার করা হয়? কয়েকটি ফিলেট মেটারিয়ালের নাম লিখ। || স্যান্ড বাইন্ডার কি? কত প্রকার ও কি কি? || অ্যাডিটিভস কি? কত প্রকার ও কি কি? কয়েকটি অ্যাডিটিভস এর নাম লিখ। 

🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০4 🌟🌟

No comments

Powered by Blogger.