মোল্ডিং স্যান্ড কাকে বলে? কত প্রকার ও কি কি? বর্ননা কর || মোল্ডিং বালির রাসায়নিক উপাদানের শ্তকরা পরিমাণ গুলি লিখ || মোল্ডিং বালির প্রধান উপাদান গুলি কি কি? || মোল্ডিং বালির ধর্ম সমুহ কি কি?||
প্রশ্নঃ মোল্ডিং স্যান্ড কাকে বলে? কত প্রকার ও কি কি? বর্ননা কর।
উত্তরঃ ঢালাই কারখানায় মোল্ডিং কাজে যে বালি ব্যবহার করা হয় তকে মোল্ডিং স্যান্ড বলে।
উৎস অনুসারে মোল্ডিং বালি দুই প্রকার-
১) প্রাকিতিক বালিঃ নদী, নদীর তীর ইত্যাদি স্থান হতে পওয়া যায়।
২) কৃত্রিম বালিঃ এই বালিতে কোন ক্লে থাকেনা। বাইন্ডার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য মিশিয়ে এই বালি তৈরি করা হয়।
ব্যাবহার অনুসারে মোল্ডিং বালি ৭ প্রকার-
১) গ্রীন স্যান্ডঃ ভিজা বালিকে
গ্রীন স্যান্ড (Green Sand) বলে। এটা সিলিকা বালির সাথে ১৮-৩০% মাটি এবং
৬-৮% পানি মিশ্রিত করে তৈরি করা হয়। এটা সুক্ষ, নরম, হালকা এবং ছিদ্র
বিশিষ্ট হয়ে থাকে। সাধারণত সহজ ধরনের ছোট ও মাঝারী আকারের ঢালাই দ্রব্য
উৎপাদনে এ স্যান্ড ব্যবহৃত হয়।
২) ড্রাই স্যান্ডঃ আর্দ্রতা মুক্ত
গ্রীন স্যান্ডকে ড্রাই স্যান্ড (Dry Sand) বলে। ড্রাই স্যান্ড অধিক তাপ
সহ্যকারী। ড্রাই স্যান্ড দ্বারা তৈরি মোল্ডের ঢালাইয়ে পিন হোল জাতীয় ত্রুটি
থাকেনা। ড্রাই স্যান্ড বড় এবং ভারী ঢালাইয়ে ব্যবহার করা হয়।
৩) লোম স্যান্ডঃ এই জাতীয় বালিতে (Loam Sand) ৫০
ভাগ মাটি থাকে। শুকালে এটা বেশি শক্ত হয়। এই প্রকার বালিতে ফায়ার ক্লে,
গ্রাফাইট এবং আঁশ জাতীয় দ্রব্য মিশানো হয়। লোম স্যান্ড দ্বারা তৈরি মোল্ডে
সাধারণত প্যাটার্ন ব্যবহার করা হয়না। এই বালি পানির সাথে মিশিয়ে পেষ্টের মত
তৈরি করা হয় এবং ইটের তৈরি কাঠামোর চতুর্দিকে প্লাষ্টারের মত প্রলেপ দেওয়া
হয়। বাইন্ডিং ক্ষমতা বাড়ানোর জন্য গোবর জাতীয় সার বা আঁশ জাতীয় দ্রব্য
ব্যবহার করা হয়। এতে শতকরা ১৮-২০% আদ্রর্তা থাকে।
৪) ফেসিং স্যান্ডঃ মোল্ডের যে তলগুলি গলিত ধাতুর সংস্পর্শে আসবে তাতে যে বালি ব্যাবহার করা হয় তাকে ফেসিং স্যান্ড (Facing Sand) বলে। নতুন মাটি এবং সিলিকা বালি দ্বারা ইহা তৈরি করা হয়।
৫) ব্যাকিং স্যান্ডঃ মোল্ডিং কাজে যে বালি একবার ব্যবহার করা হয়েছে তা জামা করে আবার ব্যবহার করা যায়। এই বালিকে ব্যাকিং স্যান্ড (Backing Sand) বলে।
৬) সিষ্টেম স্যান্ডঃ একবার ব্যবহৃত বালিকে পরিষ্কার করে বিশেষে বাইন্ডার মিশিয়ে এই বালি (System Sand) তৈরি
করা হয়। এর শক্তি, পারমিয়াবিলিটি, এবং তাপ প্রতিরোধ ক্ষমতা ব্যাকিং
স্যান্ড হতে বেশী। যেসব ঢালাই কারখানায় যান্ত্রিক উপায়ে মোল্ডিং করা হয়
সেখানে এই বালি ব্যবহার করা হয়।
৭) পার্টিং স্যান্ডঃ মোল্ডের দুই
অংশকে আলাদা রাখবার জন্য কোপ এবং ড্রাগের মধ্যবর্তী স্থানে কাদা মুক্ত
সুন্দর দানা যুক্ত শুকনো বালি ছিটিয়ে দেওয়া হয়। একে পার্টিং স্যান্ড (Parting Sand)বলে।
প্রশ্নঃ মোল্ডিং বালির রাসায়নিক উপাদানের শ্তকরা পরিমাণ গুলি লিখ।
উত্তরঃ মোল্ডিং বালির রাসায়নিক উপাদানের শতকরা পরিমাণ নিচে দেয়া হলঃ
বালির উপাদান সমুহ | শতকরা হার |
সিলিকা (SiO2) | ৮১.৪-৯২.৪% |
অ্যালুমিনা (Al2O3) | ৩.৯৪-৮.৮৪% |
আয়রন অক্সাইড (FeO.Fe2O3) | ০.৫-২.৯১% |
টিটানিয়াম অক্সাইড (TiO2) | ০.১২-০.৪৩% |
ক্যালসিয়াম অক্সাইড (CaO) | ০.১২-২.৮২% |
ম্যগনেসিয়াম অক্সাইড (MgO) | ০.১৬-১.৫৬% |
ক্ষারকীয় পদার্থ (Na2OK2O) | ১.৭-৪.৩৭% |
প্রশ্নঃ মোল্ডিং বালির প্রধান উপাদান গুলি কি কি?
উত্তরঃ মোল্ডিং বালির প্রধান উপাদান গুলি হচ্ছেঃ
১)
সিলিকা
২) বাইন্ডারঃ যেমন- চিটাগুড়, তিসির তৈল, রেজিন ইত্যাদি
৩) আর্দ্রতা
৪) অতিরিক্ত মোল্ডিং উপাদানঃ যেমন- গ্রাফাইট, কোক, কাঠের গুড়া ইত্যাদি।
২) বাইন্ডারঃ যেমন- চিটাগুড়, তিসির তৈল, রেজিন ইত্যাদি
৩) আর্দ্রতা
৪) অতিরিক্ত মোল্ডিং উপাদানঃ যেমন- গ্রাফাইট, কোক, কাঠের গুড়া ইত্যাদি।
প্রশ্নঃ মোল্ডিং বালির ধর্ম সমুহ কি কি?
উত্তরঃ ভাল মোল্ডিং বালির ধর্ম সমুহ গুলি হোলঃ
১)
পারমিয়াবিলিটি (Permeability)
২) কোহেসিভনেছ (Cohesiveness)
৩) রিফ্রেকটরিনেস (Refractoriness)
৪) প্লাষ্টিসিটি (Plasticity)
৫) ফ্লোয়াবিলিটি (Flow-ability)
৬) অ্যাডহেসিভনেস (Adhesiveness)
৭) রাসায়নিক প্রতিরোধতা (Chemical Resistivity)
৮) ভঙ্গুরতা (Brittleness)
৯) সুক্ষতা (Fineness)
১০) স্থায়িত্বতা (Durability)
১১) বেঞ্চলাইভ (Bench Life or Useful Life)
২) কোহেসিভনেছ (Cohesiveness)
৩) রিফ্রেকটরিনেস (Refractoriness)
৪) প্লাষ্টিসিটি (Plasticity)
৫) ফ্লোয়াবিলিটি (Flow-ability)
৬) অ্যাডহেসিভনেস (Adhesiveness)
৭) রাসায়নিক প্রতিরোধতা (Chemical Resistivity)
৮) ভঙ্গুরতা (Brittleness)
৯) সুক্ষতা (Fineness)
১০) স্থায়িত্বতা (Durability)
১১) বেঞ্চলাইভ (Bench Life or Useful Life)
Thanks
ReplyDeleteWelcome
Delete