মাষ্টার প্যাটার্ন কি? প্যাটার্ন তৈরির কয়েকটি মেটেরিয়ালস এর নাম লিখ || ভাল প্যটার্নের কি কি গুণাবলী থাকা উচিৎ?

প্রশ্নঃ মাষ্টার প্যাটার্ন কি? প্যাটার্ন তৈরির কয়েকটি মেটেরিয়ালস এর নাম লিখ।প্রশ্নঃ ভাল প্যটার্নের কি কি গুণাবলী থাকা উচিৎ?

মাষ্টার প্যাটার্ন :  ধাতব প্যাটার্ন প্রস্তুত করার আগে প্রথমে সেই প্যাটার্নের কাঠের প্যাটার্ন তৈরি করা হয়। এই কাঠের প্যাটার্নকে মাষ্টার প্যাটার্ন বলে। কাঠের প্যাটার্নে ধাতব প্যাটার্নের দ্বিগুণ সংকোচন এলাউন্স যুক্ত করা হয়। এটা ছাড়াও অন্যান্য এলাউন্স যুক্ত করা হয়ে থাকে।

প্যাটার্ন তৈরির কয়েকটি মেটেরিয়ালস এর নাম নিম্নে দেওয়া হলঃ
                    ১) কাঠ                     ২) প্লাস্টক 
                ৩) মোম                   ৪) প্লাস্টার 
                ৫) কাগজ                 ৬) সিমেন্ট 
                ৭) রাবার                    
                ৮) বিভিন্ন ধাতু (যেমন- অ্যালুমিনিয়াম, পিতল ইত্যদি)

Fig: © Subs Tech

প্রশ্নঃ ভাল প্যটার্নের কি কি গুণাবলী থাকা উচিৎ?
উত্তরঃ একটি ভাল প্যাটার্নের যেসব গুণাবলী থাকা উচিৎ সেগুলো হলোঃ
           ১) এটা ঢালাইয়ের আকার এবং আকৃতি নিশ্চিত করবে।
           ২) এটা দামে সস্তা হতে হবে।
           ৩) এটা রিপেয়ারেবল হতে হবে।
           ৪) ওজন হালকা হতে হবে। 
           ৫) এটার ডিজাইন সহজ হতে হবে এবং আকার জটিল হবেনা।
           ৬) অধিক সামর্থ্য সম্পন্ন এবং দীর্ঘস্থাই হতে হবে।
           ৭) মসৃণ সার্ফেস এবং অয়্যাটার রেজিস্টেন্স গুন থাকতে হবে। 


🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০১ 🌟🌟

ফাউন্ড্রী বলতে কি বুঝায়? || মোল্ড তৈরিতে ব্যবহৃত টুলসের নাম লিখ? || প্যাটার্ন কি? কত প্রকার ও কি কি? 

 🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০ 🌟🌟

মাষ্টার প্যাটার্ন কি? প্যাটার্ন তৈরির কয়েকটি মেটেরিয়ালস এর নাম লিখ || ভাল প্যটার্নের কি কি গুণাবলী থাকা উচিৎ? 

 🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০৩ 🌟🌟

ফিলেট কি? ফিলেট কেন ব্যবহার করা হয়? কয়েকটি ফিলেট মেটারিয়ালের নাম লিখ। || স্যান্ড বাইন্ডার কি? কত প্রকার ও কি কি? || অ্যাডিটিভস কি? কত প্রকার ও কি কি? কয়েকটি অ্যাডিটিভস এর নাম লিখ। 



No comments

Powered by Blogger.