ফাউন্ড্রী বলতে কি বুঝায়? || মোল্ড তৈরিতে ব্যবহৃত টুলসের নাম লিখ? || প্যাটার্ন কি? কত প্রকার ও কি কি?
প্রশ্নঃ ফাউন্ড্রী বলতে কি বুঝায়? মোল্ড তৈরিতে ব্যবহৃত টুলসের নাম লিখ? প্যাটার্ন কি? কত প্রকার ও কি কি?
উত্তরঃ ফাউন্ড্রী 📖 : ফাউন্ড্রী বা ঢালাই হচ্ছে এক প্রকার ম্যানুফাকচারিং পদ্ধতি। এ
পদ্ধতিতে গলিত ধাতু বস্তুর অনুরূপ ছাঁচে ঢেলে বস্তু উৎপাদন করা হয়।
উত্তরঃমোল্ড তৈরিতে ব্যবহৃত টুলসের নাম নিম্নে দেওয়া হল :
০১। বেলচা (Shovel) ০৯। ট্রয়াল (Trowel )
০২। রিড্ডলি (Riddle) ১০। রেমার (Rammer)
০৩। Strike of Bar ১১।গেট কাটার (
Gate Cutter )
০৪। লিফটার ( Lifter) ১২। সুয়েব (Swab)
০৫। বেলওস (Bellows) ১৩। রানার (Runner )
০৬। রাইসার (Riser) ১৪। বেন্ট ওয়্যার (Vent
Wire)
০৭। স্পুরূপিন (Sprue Pin) ১৫। স্পিরিট লেভেল (Spirit Level)
০৮। ডাবল এন্ডার (Double Ender)
প্রশ্নঃ প্যাটার্ন কি? কত প্রকার ও কি কি?
উত্তরঃ প্যাটার্ন : প্যাটার্ন হচ্ছে কোন কিছুর নমুনা বা মডেল। মডেলটিকে এমন ভাবে
তৈরি করা হয় যাতে এটা দ্বারা আর্দ্র বালিতে বা অনুরূপ দ্রব্যে ছাঁচ তৈরি
করে গলিত ধাতু ঢালাই করে বস্তু তৈরি করা যায়।
প্যাটার্ন তৈরির পদার্থ অনুসারে প্যাটার্ন দুই প্রকার। যথাঃ
১) ধাতব প্যাটার্নঃ ঢালাই লোহা, অ্যালুমিনিয়াম, পিতল, হোয়াইট মেটাল ইত্যাদি দ্বার তৈরি প্যাটার্ন।
২) অধাতব প্যাটার্নঃ কাঠ, প্ল্যাস্টিক, মোম, প্লাস্টার, সিরামিক, সিমেন্ট, কাগজ, রাবার ইত্যাদি দ্বার তৈরি প্যাটার্ন।
প্যাটার্নকে সাধারণত নিন্মলিখিত ভাবেও শ্রেনী বিভাগ করা যায়ঃ
০২। Loose Piece Pattern
০৩। Split Pattern
০৪। Gated Pattern
০৫। Segmental Pattern
০৬। Cope & Drag Pattern
০৭। Left Hand Right Hand Pattern
০৮। Boxed Up Pattern
০৯। Built Up Pattern
১০। Follow Board Pattern
১১। Match Plate Pattern
১২। Skeleton Pattern
১৩। Sweep Pattern
১৪। Lagged Up Pattern
১৫। Shell Pattern
No comments