What are thermodynamic properties? How many types of thermodynamics properties? || থার্মোডাইনামিক্স প্রোপার্টি কাকে বলে এবং কত প্রকার ও কি কি? ||

What are thermodynamic properties? How many types of thermodynamics properties?

Thermodynamics Properties: 

System এর ভৌথ অবস্থা বর্ণনা  করতে এবং System কে বিশ্লেষন করতে যে সকল রাশির প্রয়োজন হয় তাদেরকে Thermodynamics Properties বলে। অন্যভাবে Thermodynamics প্রক্রিয়া চলাকালে যে সকল রাশি প্রসেসের সাথে পরিবর্তনশীল নয় শুধু মাত্র Initial state এবং Final state এর উপর নির্ভর করে তাদেরকে Thermodynamics Properties বলে । যেমনঃ আয়তন, চাপ, তাপমাত্রা ইত্যাদি। 

ইহা দুই প্রকার, যথাঃ 

(ক) Intensive Property- বেগ, ঘনত্ব, তাপমাত্রা, চাপ ইত্যাদি। 

(খ) Extensive Property- মোট আয়াতন, মোট ভর, মোট শক্তি ইত্যাদি। 


Fig source: sciencenotes.org


Intensive Property: 

পদার্থের যে রাশি (তাপমাত্রা, বেগ, ঘনন্ত)  একটি সিস্টেমে একই রকম থাকে না এবং আলাদা ভাবে প্রত্যেকের যোগফল সিস্টেমের মোট রাশির (তাপমাত্রা, সম বেগ, ঘনত্বের) সমান হয় না তাকে Intensive Property বলে। 


Extensive Property: 

পদার্থের যে রাশি (আয়াতন, ভর, শক্তি) একটি সিস্টেমে বিভক্ত হয় এবং আলাদা ভাবে প্রত্যেকের যোগফল সিস্টেমের মোট রাশির (আয়াতন, ভর, শক্তি) সমান হয় তাকে Extensive Property বলে। 


For More Details: 

👇👇👇

No comments

Powered by Blogger.