What is Electrode | How can it be classified | Write the purpose of using coating on the electrode?

💥💥 ইলেকট্রোড কাকে বলে? What is Electrode? একে কিভাবে শ্রেণীবিভাগ করা যায়? How can it be classified? ইলেকট্রোডের গায়ে কোটিং বা আবরন ব্যবহারের উদ্দেশ্য লিখ? Write the purpose of using coating on the electrode?

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

উত্তর ঃ ইলেকট্রোড ঃ আর্ক ওয়েল্ডিং এর সময় যে ওয়েল্ডিং রড বৈদ্যুতিক আর্ক এবং ইলেকট্রোড হোল্ডার এর মধ্যে বিদ্যুৎ বহন করে, তাকে ইলেকট্রোড বলে। 

ইলেকট্রোডকে নিন্মলিখিত ভাবে শ্রেণী বিভাগ করা যায়। 

১) কনজুমএ্যাবল বা ক্ষয়ীষ্ণু ইলেকট্রোড

                   ক) খোলা বা আবরন বিহীন ইলেকট্রোড

                   খ) কোটেড বা আবরন যুক্ত ইলেকট্রোড

                       i) লাইটলি কোটেড 

                       ii) সেমি কোটেড 

                         iii) হেভীলি কোটেড 

২) ননকনজুমএ্যাবল বা অক্ষয়ীষ্ণ ইলেকট্রোড 

                ক) কার্বণ বা গ্রাফাইট ইলেকট্রোড

                খ) টাংস্টেন ইলেকট্রোড 

                i) বিশুদ্ধ টাংস্টেন 

                ii) থরিয়াম মিশ্রিত টাংস্টেন 

                iii) জিরকোনিয়াম মিশ্রিত টাংস্টেন



 ইলেকট্রোডের গায়ে কোটিং বা আবরন ব্যবহারের উদ্দেশ্য নিচে  দেওয়া হল। 

                ১) নিখুঁত আর্ক সৃষ্টিতে সহায়তা করা। 

                ২) ওয়েল্ড মেটালকে কলুষিত হতে না দেয়া। 

                ৩) সৃষ্ট আর্ক স্থির ও স্থিতিশীল করে রাখা।

                ৪) গলিত ধাতু বা আর্কের চতুর্দিকে শেড বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ধাতুকে অক্সিজেন ও                                 নাইট্রোজেন গ্যাসের প্রকোপ থেকে রক্ষা করা। 

                ৫) উত্তপ্ত ধাতব কণার বিচ্ছুরন কম করা। 

                ৬) সঠিক উত্তাপ সঞ্চালনে সহায়তা করা

                ৭) ওয়েল্ডিং বিড সুন্দর ও শক্তিশালী করতে সহায়তা করা। 

                ৮) ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য ওয়েল্ড এর উপরে ধাতু আচ্ছাদন সরবরাহ করা। 


💥💥 ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধা লিখ ||

💥💥 আর্ক কাকে বলে? ইহা কিভাবে সৃষ্টি হয়? ইহার সর্বাধিক তাপমাত্র কত? আর্ক ভোল্টেজ কাকে বলে?

💥💥 ইলেকট্রোড কাকে বলে? What is Electrode? একে কিভাবে শ্রেণীবিভাগ করা যায়? How can it be classified? ইলেকট্রোডের গায়ে কোটিং বা আবরন ব্যবহারের উদ্দেশ্য লিখ? Write the purpose of using coating on the electrode?

💥💥 সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য লিখ অথবা সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে ৫টি পার্থক্য লিখ। Write down the differences between soldering and brazing? [MOE-2016; WZPDCL-2019, NTRCA-2019, PGCB-2020, BR Powergen-202 1]


No comments

Powered by Blogger.