টিগ ওয়েল্ডিং কাকে বলে? What is TIG welding? টিগ ওয়েল্ডিং এর ব্যবহার লিখ? Write down the use of TIG welding? [EGCB-18]
💥💥 টিগ ওয়েল্ডিং কাকে বলে? What is TIG welding? টিগ ওয়েল্ডিং এর ব্যবহার লিখ? Write down the use of TIG welding? [EGCB-18]
👇👇👇👇👇👇👇👇👇
টিগ ওয়েল্ডিংঃ টিগ (TIG) ওয়েল্ডিং এর অর্থ হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস। যে আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ায় আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপটন ইত্যাদি গ্যাসের অবিরাম প্রবাহের ছত্রছায়ায় একটি অক্ষয়িষ্ণু টাংষ্টেন ইলেকট্র্রোড ব্যবহার করে ওয়েল্ডিং করা হয় তাকে টিগ ওয়েল্ডিং বলে।
টিগ ওয়েল্ডিং এর ব্যবহার নিন্মে দেওয়া হলঃ
১) এ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ওয়েল্ডিং শিল্পে অধিক ব্যবহৃত হয়।
২) বিমান তৈরী কারখানায়।
৩) রাসায়নিক শিল্প কারখানায়।
৪) খাদ্য প্রক্রিয়াজাত কারখানায়।
৫) ঔষধ শিল্প কারখানায়।
৬) মদের কারখানায়।
৭) বিভিন্ন প্রকার গ্যাস ও তৈল পাইপ লাইন প্রস্তুতিতে।
৮) শীট মেটাল ও পাতলা কার্যবস্তু ওয়েল্ডিংয়ে ব্যবহৃত হয়।
৯) পারমাণবিক শক্তি, উড়োজাহাজ, ক্যামিক্যাল ও ইনস্ট্রুমেন্ট ইন্ডাস্ট্রিতে সুক্ষ্ম ওয়েল্ডিংয়ে ব্যবহৃত হয়।
১০) নিক্ষেপক বাহনে রকেট মোটর চ্যাম্বার ওয়েল্ডিং কাজে ব্যবহৃত হয়।
No comments