Rural Power Company Limited (RPCL) | | Exam Question 2021 | | Sub Assistant Engineer (Mechanical/Electrical) | |


রুরাল পাওয়ার কোম্পানী
লিমিটেড
Rural Power Company Limited (RPCL) 
Post: Sub-Assistant Engineer (Mechanical / Electrical)
Exam Date: 26.02.2021
Venue: DUET

Time: 02 Hours                                                                                               Total Marks: 100
👇👇👇👇👇👇👇👇👇

০১। বাংলাদেশের আমদানি করা ভ্যাকসিন এর নাম কী? 
            ক) কোভিশিল্ড ✔
            খ) করোনাভ্যাক 
            গ) স্পুটনিক ভি 
            ঘ) সিনোফার্ম 

০২। অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান কত? 

০৩। রেড স্কয়ার কোথায় অবস্থিত? 

০৪। কোনটির সদর দপ্তর বাংলাদেশে?
           উত্তরঃ BIMSTEC

০৫। UNHCR-এর পূর্ণরূপ কী?

০৬। কোন পরিষদের সুপারিক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
            উত্তরঃ নিরাপত্তা পরিষদ। 

০৭। কোন বানানটি শুদ্ধ?
            উত্তরঃ পিপীলিকা। 

০৮। ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে কোন প্রতিষ্ঠান?
            উত্তরঃ UNESCO

০৯। দুটি বলের মান P হলে ও তাদের অন্তর্ভুক্ত কোণ  θ ডিগ্রি হলে লব্ধি কত?
            উত্তরঃ 2Pcosθ/2

১০। টারবাইন-এর আপেক্ষিক গতির সূত্রটি লেখ। 
            উত্তরঃ   

১১। এক ইউনিট সমান কত কিলোক্যালরি?
           উত্তরঃ 860 কিলোক্যালরি। 

১২। এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট?
            উত্তরঃ 760 ওয়াট। 

১৩। কোনটির একক নেই?
            উত্তরঃ আপেক্ষিক গুরুত্ব। 

১৪। পিটটটিউব কেন ব্যবহার করা হয়?
            উত্তরঃ তরলের গতি নির্ণয়ে। 

১৫। সাবমার্জড আর্ক ওয়েল্ডিং কোনটি ব্যবহৃত হয়? 
            উত্তরঃ Blanket Flux

১৬। মাল্টি পজিশনিং ওয়েল্ডিং কোনটি?
           উত্তরঃ Projection 

১৭। Pattern -এ ড্রাফট কেন ব্যবহৃত হয়?
            উত্তরঃ Pattern সহজে উত্তোলন করার জন্য। 

১৮। কোনো শক্ত ধাতবের তাপমাত্রা বৃদ্ধি করলে তার পরিবাহিতা কী হবে?
           উত্তরঃ বাড়বে। 

১৯। কোনটি বয়লারের মাউন্টিংস?
            উত্তরঃ ব্লো-ডাউন ভালভ। 

২০। কোনটিতে ফ্লাক্স/ফিলার মেটাল ব্যবহৃত হয়?
            উত্তরঃ মিগ ওয়েল্ডিং। 

২১। What is the meaning of "White Elephant"?
            উত্তরঃ A very costly and troublesome possession 

২২। Choose the correct sentence. 
            উত্তরঃ He came home yesterday. 

২৩। Fill in the blank with the right option : I am looking  forward ____ you.
            উত্তরঃ to seeing 

২৪। Complete the following sentence; Lots of people are allergic ____ prawn.
           উত্তরঃ to

২৫। কোনো আসল ২০ বছরে সুদে-মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে-মূলে তিন গুণ হবে?
           উত্তরঃ ৪০ বছরে। 

২৬। যদি 3^(x+2) = 243 হয় তবে 3^(x-2) এর মান কত? 
            উত্তরঃ 3

২৭। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

২৮। কোনো বৃত্তের ব্যাসার্ধ্য 2 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
           উত্তরঃ 4 গুণ। 

২৯। বাংলা স্বরবর্ণের সংখ্যা কয়টি?

No comments

Powered by Blogger.