পাম্প বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব (০১-০৫) || পাম্প কাকে বলে? পাম্প কত প্রকার ও কী কী? রেসিপ্রোকেটিং পাম্প কাকে বলে? সেন্ট্রিফিউগাল পাম্প কাকে বলে? সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং কী ও প্রাইমিং এর প্রকারভেদ

 পাম্প বিষয়ক কিছু প্রশ্নোত্তর পর্ব (০১-০৫)ঃ 

০১। পাম্প কাকে বলে?
০২। পাম্প কত প্রকার ও কী কী?
০৩। রেসিপ্রোকেটিং পাম্প কাকে বলে?
০৪। সেন্ট্রিফিউগাল পাম্প কাকে বলে?
০৫। সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং কী ও প্রাইমিং এর প্রকারভেদ


Fig: Main Parts of Centrifugal Pump


💥০১। পাম্প কাকে বলে?

উত্তর:যে ডিভাইস যান্ত্রিক শক্তিকে হাইড্রলিক শক্তিতে রুপান্তর করে নিচু স্থান থেকে উঁচু স্থানে তরল পদার্থ স্থানান্তর করে, তাকে পাম্প বলে।

💥০২। পাম্প কত প্রকার ও কী কী?

উত্তর: পাম্প দুই প্রকার। যথা-
ক) পজেটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প- রেসিপ্রোকেটিং পাম্প, রোটারি পাম্প
খ) রোটোডাইনামিক পাম্প- সেন্ট্রিফিউগাল পাম্প


💥০৩। রেসিপ্রোকেটিং পাম্প কাকে বলে?

উত্তর: যে পাম্পের চলমান অংশটি রেসিপ্রোকেটিং অর্থাৎ, অগ্র-পশ্চাৎ গতিতে চলে, তাকে রেসিপ্রোকেটিং পাম্প বলে।

💥০৪। সেন্ট্রিফিউগাল পাম্প কাকে বলে?

উত্তর: সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রভাবে যে পাম্প তরল পদার্থ নির্গমন পথ দিয়ে বের করে দেয়, তাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে।

💥০৫। সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং কী ও প্রাইমিং এর প্রকারভেদ

উত্তর: সেন্ট্রিফিউগাল পাম্পের পাম্প কেইসিং এবং সাকশন লাইন বায়ুশূন্য করার পদ্ধতিকে সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং বলে।

প্রাইমিং কে তিন ভাগে ভাগ করা যায়-
ক) ম্যানুয়াল প্রাইমিং
খ) ভ্যাকুয়াম প্রাইমিং
গ) স্বয়ংক্রিয় প্রাইমিং

সেন্ট্রিফিউগাল পাম্পের কয়েকটি প্রাইমিং পদ্ধতি-
ক) ফুট ভালভ ও ফানেল পদ্ধতি
খ) পাম্পের উপরে অবস্থিত সরবরাহ ট্যাংকের সাহায্যে
গ) ইজেকটরের সাহায্যে
ঘ) ইন্ডাক্টর প্রাইমিং
ঙ) ভ্যাকুয়াম প্রাইমিং


No comments

Powered by Blogger.