পাম্প বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব (০৬-১০) || কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ কাকে বলে? পাম্পের স্লিপ কী? সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন ও ডেলিভারী লাইনের পানির বেগ কত থাকে? ম্যানোমেট্রিক হেড কাকে বলে?

💥💥পাম্প বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব  (০৬-১০)


৬। সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন ও ডেলিভারী লাইনের পানির বেগ কত থাকে?
৭। ম্যানোমেট্রিক হেড কাকে বলে?
৮। কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ কাকে বলে?
৯। পাম্পের আয়তনিক দক্ষতা কাকে বলে?
১০। পাম্পের স্লিপ কী?




💥৬। সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন ও ডেলিভারী লাইনের পানির বেগ কত থাকে?

উত্তর: সাকশন লাইন- ১.৫-৩ মি/সে
ডেলিভারী লাইন- ১.৫-৪ মি/সে


💥৭। ম্যানোমেট্রিক হেড কাকে বলে?

উত্তর: পাম্প কতৃক উৎপাদিত হেডকে ম্যানোমেট্রিক হেড বলে।


💥৮। কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ কাকে বলে?


উত্তর: প্রকৃত নির্গমন তাত্বিক নির্গমন এর অনুপাতকে কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ বলে।


💥৯। পাম্পের আয়তনিক দক্ষতা কাকে বলে।

উত্তর: কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জকে যখন শতকরা হারে প্রকাশ করা হয় , তখন তাকে পাম্পের আয়তনিক দক্ষতা বলে।


💥১০। পাম্পের স্লিপ কী?

উত্তর: তাত্বিক নির্গমন ও প্রকৃত নির্গমনের ব্যবধানকে স্লিপ বলে।
স্লিপ দুই প্রকার- নেগেটিভ স্লিপ ও পজেটিভ স্লিপ

No comments

Powered by Blogger.