পাম্প বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব (১১-২০) || পাম্পের ক্যাভিটেশন কী? নেগেটিভ স্লিপ কী? নেগেটিভ স্লিপ কখন হয়? শতকরা স্লিপ কাকে বলে? সেন্ট্রিফিউগাল পাম্প ও রেসিপ্রোকেটিং পাম্পের কয়েকটি ব্যবহার ক্ষেত্র লিখ?

পাম্প বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব (১১-২০)

💥 আলোচ্য বিষয়ঃ   

১১। শতকরা স্লিপ কাকে বলে?
১২। নেগেটিভ স্লিপ কী?

১৩। নেগেটিভ স্লিপ কখন হয়?

১৪। এয়ার ভেসেল কোথায় ব্যবহার করা হয়?

১৫। NPSH কী?

১৬। পাম্পের ক্যাভিটেশন কী?

১৭। ক্যাভিটেশনের প্রতিক্রিয়া ও প্রতিকার

১৮। রেসিপ্রোকেটিং পাম্পে এয়ার ভেসেল ব্যবহারের উদ্দেশ্য কী?

১৯। পাম্পের শতকরা স্লিপ কত থাকে?

২০। সেন্ট্রিফিউগাল পাম্প ও রেসিপ্রোকেটিং পাম্পের কয়েকটি ব্যবহার ক্ষেত্রগুলো লিখ। 


Fig: Main Parts of Centrifugal Pump


১১। শতকরা স্লিপ কাকে বলে

উত্তর: স্লিপকে যখন শতকরা হারে প্রকাশ করা হয়, তখন তাকে শতকরা স্লিপ বলে।

১২। নেগেটিভ স্লিপ কী?
উত্তর: প্রকৃত নির্গমন তাত্বিক নির্গমনের চেয়ে বেশি হলে তখন তাকে নেগেটিভ স্লিপ বলে।

১৩। নেগেটিভ স্লিপ কখন হয়?
উত্তর: রেসিপ্রোকেটিং পাম্পের সাকশন পাইপ লম্বা ও ডেলিভারী হেড কম হলে নেগেটিভ স্লিপ হয়।

১৪। এয়ার ভেসেল কোথায় ব্যবহার করা হয়?
উত্তর: সাকশন পাইপে সাকশন ভালভের কাছে এবং ডেলিভারী পাইপে ডেলিভারী ভালভ এর কাছে স্থাপন করা হয়।

১৫। NPSH কী?
উত্তর: সাকশন পাইপের মাধ্যমে ইম্পেলারে পানি প্রবাহের জন্য পাম্পিং ক্রিয়া দ্বারা যে হেড সৃষ্টি হয় তাকে নেট পজিটিভ সাকশন হেড বা সংক্ষেপে NPSH বলে।

১৬। পাম্পের ক্যাভিটেশন কী?
উত্তর: ক্যাভিটেশন এক প্রকার যান্ত্রিক ক্ষয় যা সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার ও কেসিং এ সংঘটিত হয়। সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন সাইডের চাপ ভেপার প্রেসার অপেক্ষা কম হলে পানি বাষ্পে পরিণত হয়ে বুদবুদ সৃষ্টি করে এবং উচ্চ চাপী এলাকায় প্রবেশ করে পানির সাথে মিশে যায়। একারনে পানির চাপ বৃদ্ধি পায় এবং শব্দ ও ঝাঁকুনির সৃষ্টি হয়। এ সময় উচ্চ চাপের পানি দ্বারা পাম্পের ধাতব অংশে হাতুড়ির ন্যায় আঘাত করে এবং পাম্পের ধাতব অংশ ক্ষয় করে ফেলে। একে সেন্ট্রিফিউগাল পাম্পের ক্যাভিটেশন বলে।

১৭। ক্যাভিটেশনের প্রতিক্রিয়া ও প্রতিকার
উত্তর: প্রতিক্রিয়া-
ক) পাম্পে শব্দ হয় ও কম্পন সৃষ্টি করে।
খ) ইম্পেলার ও কেসিং ক্ষয়প্রাপ্ত হয়ে সারফেস অমসৃন হয়।
প্রতিকার-
ক) পাম্পের তরলের তাপমাত্রা কম রাখতে হবে।
খ) সাকশন পাইপের তরলের বেগ কম রাখতে হবে।
গ) সাকশন পাইপের তীক্ষ্নবক্রতা পরিহার করতে হবে।

১৮। রেসিপ্রোকেটিং পাম্পে এয়ার ভেসেল ব্যবহারের উদ্দেশ্য কী?
উত্তর: এয়ার ভেসেল ব্যবহারের উদ্দেশ্য
ক) সেপারেশন এবং ক্যাভিটেশন কমানো।
খ) পাম্পকে অধিক দ্রুতিতে চালানো যায়।
গ) সাকশন হেড বৃদ্ধি পায়।
ঘ) শক্তির অপচয় কম হয়।
ঙ) পাম্প থেকে অবিরাম ও সুষম পোবাহ পাওয়া যায়।

১৯। পাম্পের শতকরা স্লিপ কত থাকে?
উত্তর: শতকরা স্লিপ ২% বা কম।

২০। সেন্ট্রিফিউগাল পাম্প ও রেসিপ্রোকেটিং পাম্পের কয়েকটি ব্যবহার ক্ষেত্র
উত্তর: সেন্ট্রিফিউগাল পাম্প
ক) শহরে পানি সরবরাহ করা।
খ) সেচকার্যে
গ) পয়ঃনিষ্কাশন কাজে
ঘ) বয়লারে ফিড ওয়াটার সরবরাহের কাজে
ঙ) হাইড্রলিক মেশিন চালানো


রেসিপ্রোকেটিং পাম্পঃ 
ক) কেরোসিন পাম্পিং এর কাজে
খ) টিউব ওয়েলের সাহায্যে পানি উত্তোলনের কাজে
গ) অন্তরদহন ইঞ্জিনে জ্বালানী সরবরাহের কাজে
ঘ) হাইড্ররিক জ্যাক, প্রেস ইত্যাদি চালনায়
ঙ) নিউমেটিক প্রেসার সিস্টেমে

 

No comments

Powered by Blogger.