Model Exam Solution (Department) Subject: Hydraulics/Fluid Mechanics
Model Exam Solution (Department)
Sub: Hydraulics/ Fluid Mechanics
Full Marks: 50 Time: 60 Min
Date: 20.08.2020, 09:00 PM
Question & Solution:
Question-01: 30 cm ব্যাসে একটি পাইপের A বিন্দুর ভিতর দিয়া প্রতি সেকেন্ডে 0.8 আঃগুরুত্ব বিশিষ্ট 120 লিটার তৈল প্রবাহিত হইতেছে এবং উহার চাপ 200 gm/cm^2 (গেজ)। যদি ঐ বিন্দু ডেটাম লাইন হইতে 3.5 মিটার উপরে হয় তবে A বিন্দুর প্রতি কেজি তৈলের মোট শক্তি নির্ণয় কর।
Solution:
Question-02: চিত্রানুযায়ী একটি টারবাইনের ভিতর দিয়া প্রতি সেকেন্ডে 0.4 m3/sec পানি প্রবাহিত হইতেছে। P1 = 200 KN/m2 এবং P2 = -35 KN/m2 এবং টারবাইনের দক্ষতা 80% হইলে টারবাইন থেকে প্রাপ্ত শক্তি নির্ণয় কর।
Solution:
Question-03: Water is flowing from a large reservoir through a small pipe as shown Figure. If the diameter of pipe is 35 mm, find the velocity of the jet.
Question-04: একটি হাইড্রোলিক লিফট প্রতি 100 Sec এ একবার মোট 10 Ton ওজন 15m উচ্চতায় তুলে দেয়। পাম্প চালাতে প্রয়োজনীয় অশ্বক্ষমতা বের কর।
Solution:
Question-05: ক্যাভিটেশন বলতে কি বুঝায়? পাম্প Slip কাকে বলে? কখন এবং কেন Negative Slip হয়?
Solution:
ক্যাভিটেশন - ইম্পেলারে বা সাকশন পাইপে বায়ু শূন্যতা বা ভ্যাকুয়ামের কারনে কখনো কখনো বুদবুদ সৃষ্টি হয় ইহা ইম্পেলারে ক্ষয়সাধন করে। এই প্রক্রিয়াকে কেভিটেশন বলে।
পাম্প Slip : রেসিপ্রোকেটিং পাম্পের তাত্তি¡ক নির্গমন এবং প্রকৃত নির্গমনের পার্থক্যকে পাম্প Slip বলে।
নেগেটিভ Slip: কোন কোন সময় রেসিপ্রোকেটিং পাম্পে প্রকৃত নির্গমন তাত্তি¡ক নির্গমন হতে বেশী হয়। এই ক্ষেত্রে নির্গমন সহগ এক এর চাইতে বেশী হয়। এরুপ ক্ষেত্রে যে ¯Slip হয় তাকে নেগেটিভ ¯Slip বলে। সাকশন পাইপের তুলনায় নির্গমন পাইপ বেশী ছোট হলে এবং পাম্প অধিক দ্রæত গতিতে চলিলে নেগেটিভ ¯Slip হয়।
Question-06: A manometer is connected to a tank containing oil and water. find the pressure of air in the tank.
Solution:
Solution:
Question-08: র্বানোলীর সূত্রটি লখি? দেখাও যে, Cd = Cc x Cv
Solution:
Solution:
Question-10: একটি হাইড্রোলিক জ্যাকের ছোট সিলিন্ডারে P = 750 N বল প্রয়োগ করা হলো। কত লোড W উঠানো সম্ভব হবে যদি h = 750 mm হয়। [দেওয়া আছে a = 150 cm^2 এবং A = 150 m^2 এবং ব্যবহৃত তরল পদার্থের ঘনত্ব 1080 kg/m^3 ]
Solution:
Present By: Mechanical Engineering Key Word Admin & Moderator Panel
পূর্বের মডেল এক্সামের প্রশ্ন এবং উত্তরপত্রঃ
https://mekeyword.blogspot.com/2020/07/banglamodelexamsolution.html
No comments