বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা-২০২০ প্রশ্ন এবং সমাধান



বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 

উপ-সহকারী ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা-২০২০
পরীক্ষার তারিখ: ০৬/০৩/২০২০
পূর্ণমান : ৭০


None Department:                                             20 x 1 = 20 Marks

১. মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টরের নাম কি ছিল? 
উত্তর : নৌ সেক্টর 

২. মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সমরের জন্য কয়টি ব্রিগেড ছিল? 
উত্তর : ৩টি

৩. বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন পুরস্কারে ভূষিত করেছিল? 
উত্তর : জুলিও কুরি

৪. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী প্রথম (অ-আরব) মুসলিম দেশ কোনটি? 
 উত্তর : সেনেগাল 

৫. সরকারি নোট কোনগুলো? 
উত্তর : ১,২,৫ টাকা

৬. বাংলাদেশের প্রথম ** সনদ পায় কোনটি 
উত্তর : জামদানি

৭. বাংলাদেশ মোট কয়টি ছিটমহল পায় ?
উত্তর : ১১১টি

৮. বাংলাদেশের কোনটি রামসর এলাকা 
উত্তর : টাঙ্গুয়ার হাওর

৯. স্বাস্থ্যসেবার প্রতীক কি -
উত্তর : সূর্যের হাসি

১০. স্পিবুলিনা কে আবিস্কার করেন?

১১. চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তর : মাত্রাবৃত্ত

১২. ফল পুষ্ট হয় যত শরীরে, আলগা হয় তত বোটায় । এটা কার উক্তি - 

১৩. মানুষ মরে গেলে পঁচে যায়, বাচলেই বদলায় এটি কোন গ্রন্থ থেকে নেওয়া 
উত্তর : রক্তাক্ত প্রান্তর 

১৪. প্রথম মহিলা কবি কে 
উত্তর : চন্দ্রাবতী

১৫. সিরাজম মুনীরা কি 
উত্তর : কোনটি নয় (কাব্যগ্রন্থ)

১৬. Keats poems are instinet _____ patriotism (preposition)

১৭. Who is Shakespears Swanson?
Answer: The Tempest 

১৮. Who refused the Nobel Prize in literature?

১৯. Who both poet and Painter? 
Answer: Williams Blacke 

২০. Fresh er Verb : Freshen

SL No.
Department
Question Type
Marks
01
Mechanical Department 
MCQ
15
02
Electrical Department
MCQ
15
03
None Department
MCQ
20
04
Mechanical Department
Written (5 x 2)
10 
05
Electrical Department
Written (5 x 2)
10


Total
70

Mechanical Department:                   5 x 2 = 10 Marks 

 ০১. একটি 350 mm  লম্বা এবং 50 mm ব্যাসের জবকে একবারে কাট করতে কত সময়ের প্রয়োজন? যদি কাটিং স্পীড 350m/min এবং ফীড 0.5mm/rev হয়। 

Solution: 


০২. যদি 50 mm ব্যাসের একটি শ্যাফটের উপর 1KN-m মোমেন্ট আরোপিত হয়, তবে শীয়ার স্ট্রেস কত হবে? দেওয়া আছে G = 80 GN/m^2 

Solution: 



০৩. একটি চার সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের সিলিন্ডারের বোর 12 cm এবং স্ট্রোক 20 cm হলে ইঞ্জিনটি কত সিসি?  

Solution: 



০৪. একটি স্লাইডিং প্লেট একটি স্থির ভাবে অবস্থিত আর একটি প্লেট থেকে 0.0025 cm দুরত্বে অবস্থান করে 60 m/s গতিতে স্লাইড করে এবং এই গতির জন্য 0.16 kg/m^2 শীয়ার স্ট্রেস প্রয়োগ করতে হয়। প্লেট দুটির মাঝের ফ্লুইডের ভিসকোসিটি কত? [অপটিমাম গাইড: অনু: 01, পেজ নং: 154]

Solution: 



০৫. একটি পাম্প প্রতি মিনিটে 150 kg পানি 66 mউচ্চতায় তুলিতেছে। উহার ক্ষমতা কত? 

Solution:


Electrical Department:                                    5 x 2 = 10 Marks

০১। এএকটি Alternator এর Speed 1500 rpm, Number of Pole 4 হলে frequency কত?

Solution:

০২। একটি RLC সিরিজ সার্কিটের Active Power 350 Watt, Inductive Reactive Power 250 VAR, Capacitive Reactive Power 150 VAR হলে Circuit Power Factor কত?

Solution:


০৩। একটি অ্যামিটারের Resistance 10Ω  মিটারটি 50 mA এ পূর্ণ স্কেল পাঠ দেয়। এর মধ্যে 100 A কারেন্ট পরিমাপ করতে কত মানের Rsh প্রয়োজন?

Solution: 


০৪। Transformer এর  Np = 11000, Ns = 110, Vp = 11kvহলে  Vs = ?

Solution:

০৫। 40Ω Resistor এর মধ্য দিয়ে 1.5A Current প্রবাহিত করতে হলে কতটি সেলের দরকার হবে? প্রতিটি সেলের emf 1.5V এবং আভ্যন্তরিন Resistance 0.2Ω.

Solution:


 📣📣BADC Exam Question 2020 || Sub Assistant Engineer|| Mechanical ||

https://mekeyword.blogspot.com/2020/03/badc-exam-question-2020-sub-assistant.html

No comments

Powered by Blogger.