গ্রীন ষ্টেংথ এবং ড্রাই ষ্টেংথ কি? What is Green Strength and Dry Strength?| | পারমিয়াবিলিটি কি? What is Permeability? এটা কিভাবে নির্নয় করা হয়? | |
উত্তরঃ গ্রীন ষ্টেংথ (Green Strength): ভিজা অবস্থায় মোল্ডিং বালির যে সামর্থ তাকে গ্রীন ষ্টেংথ বলে। ভিজা বালির পারমিয়াবিলিটি দ্বারা গ্রীন ষ্টেংথ নির্নয় করা হয়।
ড্রাই ষ্টেংথ (Dry Strength) : শুষ্ক অবস্থায় মোল্ডিং বালির যে সমর্থ তাকে ড্রাই ষ্টেংথ বলে। শুষ্ক মোল্ডিং বালির পারমিয়াবিলিটি ড্রাই ষ্টেংথ নির্নয় করা হয়।
প্রশ্নঃ পারমিয়াবিলিটি কি? এটা কিভাবে নির্নয় করা হয়?
উত্তরঃ
পারমিয়াবিলিটি (Permeability) : গলিত ধাতু মোল্ডে ঢেলে কাস্টিং করার সময় মোল্ডে বাষ্পের সৃষ্টি হয়,
তাছাড়াও গলিত ধাতুর সাথে কিছু পরিমাণ গ্যাস দ্রবীভূত থাকে। এই বাষ্প এবং
গ্যাস কাস্টিং বস্তুর মাঝে গ্যাস হোল সৃষ্টি করে। বালির যে ধর্ম এই বাষ্প
এবং গ্যাসকে মোল্ডিং বালি থেকে বের করে দিতে সাহায্য করে তাকে বালির
পারমিয়াবিলিটি বলে। এটা বালির অতি প্রয়োজনীয় গুন এবং এটার মান যথাসম্ভব
বেশী হওয়া উচিৎ।
পারমিয়াবিলিটি
নির্নয় পদ্ধতিঃ এক সেন্টিমিটার উচ্চতা এবং এক বর্গসেন্টিমিটার ক্ষেত্রফল
বিশিষ্ট একটি বালির নমুনার ভিতর দিয়ে প্রতি বর্গসেন্টিমিটারে এক গ্রাম চাপে
প্রতি মিনিটে যত ঘনসেন্টিমিটার আয়তনের বাতাস বের হয়ে যেতে পারে তা দ্বারাই
বালিরে পারমিয়াবিলিটি (বা পারমিয়াবিলিটি নাম্বার) নির্দেশিত হয়।
পারমিয়াবিলিটি নাম্বার, P=VH/PAT
এখানে,
P= পারমিয়াবিলিটি নাম্বার
V= বাতাসের আয়াতন (ঘনসেন্টিমিটার)
H= বালির নমুনার উচ্চটা (সেন্টিমিটার)
P= বাতাসের চাপ (গ্রাম/বর্গসেন্টিমিটার)
A= বালির নমুনার ক্ষেত্রফল (বর্গক্ষেত্রফল)
T= সময় (মিনিট)
উদহারণ : একটি আদর্শ বালির নমুনার ভিতর দিয়ে প্রতি বর্গ সেমিঃ -এ 10gm চাপে 2200 ঘন সেমিঃ বাতাস 200 সেকেন্ড চালনা করলে ঐ বালির পারমিয়াবিলিটি কত হবে ?
সমাধানঃ
দেওয়া আছে,
ক্ষেত্রফল, a = 1cm^2
উচ্চতা, h = 1cm
চাপ, p = 10 gm/cm^2
আয়াতন, v = 2200cm^3
সময়, t = 120 Sec = 2 min
পারমিয়াবিলিটি, P = ?
আমরা জানি,
P = Vh/pat
= (2200 x 1)/(10 x 1 x 2)
= 110
উত্তরঃ বালির পারমিয়াবিলিটি = ১১০ ।
উদহারণ : একটি আদর্শ বালির নমুনার ভিতর দিয়ে প্রতি বর্গ সেমিঃ -এ 10gm চাপে 2200 ঘন সেমিঃ বাতাস 200 সেকেন্ড চালনা করলে ঐ বালির পারমিয়াবিলিটি কত হবে ?
সমাধানঃ
দেওয়া আছে,
ক্ষেত্রফল, a = 1cm^2
উচ্চতা, h = 1cm
চাপ, p = 10 gm/cm^2
আয়াতন, v = 2200cm^3
সময়, t = 120 Sec = 2 min
পারমিয়াবিলিটি, P = ?
আমরা জানি,
P = Vh/pat
= (2200 x 1)/(10 x 1 x 2)
= 110
উত্তরঃ বালির পারমিয়াবিলিটি = ১১০ ।
🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০১ 🌟🌟
ফাউন্ড্রী বলতে কি বুঝায়? || মোল্ড তৈরিতে ব্যবহৃত টুলসের নাম লিখ? || প্যাটার্ন কি? কত প্রকার ও কি কি?
🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০২ 🌟🌟
মাষ্টার প্যাটার্ন কি? প্যাটার্ন তৈরির কয়েকটি মেটেরিয়ালস এর নাম লিখ || ভাল প্যটার্নের কি কি গুণাবলী থাকা উচিৎ?
🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০৩ 🌟🌟
ফিলেট কি? ফিলেট কেন ব্যবহার করা হয়? কয়েকটি ফিলেট মেটারিয়ালের নাম লিখ। || স্যান্ড বাইন্ডার কি? কত প্রকার ও কি কি? || অ্যাডিটিভস কি? কত প্রকার ও কি কি? কয়েকটি অ্যাডিটিভস এর নাম লিখ।
🌟🌟গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ পর্ব -০4 🌟🌟
No comments