Bangladesh Road Transport Authority (BRTA) Exam Question Solution 2023 || Sub Assistant Engineer (Inspector of Motor Vehicles)
Bangladesh Road Transport Authority - বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (মোটরযান পরিদর্শক)
তারিখঃ ৩১/০৮/২০২৩
পরীক্ষার স্থানঃ মডেল একাডেমী, মিরপুর
-----------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------
০১। কার সঙ্গে গুরুচন্ডালী দোষ সম্পর্কিত?
ক) উচ্চাণের সঙ্গে খ) বানানের সঙ্গে
গ) রুপতত্বের সঙ্গে ঘ) ভাষারীতির সঙ্গে→→
০২। Choose the right idiom for the sentence " The things are lying on the table".
a) at six and seven
b) at sixes and sevens →→
c) at six and sevens
d) in sixes and sevens
০৩। যদি কোন জ্বালানির মিশ্রনে 65% iso octane 35% n-heptane থাকে তবে ঐ মিশ্রনের-
ক) সিটেন নম্বর-35
খ) অকটেন নম্বর-65 →→
গ) অকটেন নম্বর-35
ঘ) সিটেন নম্বর-65
০৪। মানিক বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র কুবের ও কপিলার সঙ্গে কোন নদীর নাম জড়িত?
ক) তিতাস খ) ব্রহ্মপুত্র
গ) কর্ণফুলী ঘ) পদ্মা →→
০৫। The synonym of the word 'pacify' is -
a) among b) displease
c) encourage →→ d) appease
০৬। দুটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টির সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে?
ক) 90 土 খ) 60 土
গ) 0 土 →→ ঘ) 45 土
০৭। একই কমম্প্রেশন রেশিওর ডিজেল ইঞ্জিনের দক্ষতা পেট্রোল ইঞ্জিনের দক্ষতার তুলনায়-
ক) বেশি খ) কম →→
গ) সমান ঘ) কোনটিই নয়
০৮। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশী?
ক) 4 土 F খ) 0 土 F
গ) 0 土 C ঘ) 4 土 C →→
০৯। ইঞ্জিনের কি পরিমান তাপ কাজে লাগানো হয়?
ক) ২৫% →→ খ) ৩৫%
গ) ৪৫% ঘ) ৫৫%
১০। নিচের কোনটি বয়লারের এক্সেসরিজ নয়?
ক) ফিড পাম্প খ) ইকোনমাইজার
গ) ফিড চেক ভাল্ব →→ ঘ) সুপারহীটার
১১। ফারেনহাইট ও সেলিসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে কত ডিগ্রি তাপমাত্রা -
ক) 0 ডিগ্রী সেঃ খ) 100 ডিগ্রী সেঃ
গ) 40 ডিগ্রী সেঃ ঘ) -40 ডিগ্রী সেঃ→→
১২। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়-
ক) চিত্রা খ) সঞ্চিতা
গ) সঞ্চয়িতা →→ ঘ) চতুরঙ্গ
১৩। 0 土 C তাপমাত্রায় পানির এন্ট্রপি কত?
ক) 0 →→ খ) -1土
গ) 1 ঘ) 2
১৪। নিদির্ষ্ট মানের বল দীঘদিন প্রয়োগের ফলে স্থায়ী বিকৃতি হওয়াকে-
ক) Plasticity খ) Fatigue
গ) Resilience ঘ) Creep →→
১৫। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক) মেঘনা →→ খ) যমুনা
গ) ব্রহ্মপুত্র ঘ) পদ্মা
১৬। ‘চাঁদের আমাবশ্যা’ কার লেখা উপন্যাস ?
ক) শামসুদ্দীন আবুল কালাম
খ) দিলারা হাসেম
গ) আবু জাফর শাসমুদ্দীন
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ্ →→
১৭। ‘নিরত’ শব্দের পিবরীত শব্দ কোনটি?
ক) বিরত →→ খ) রত
গ) অবিরত ঘ) নিবৃত্ত
১৮। এক মেট্রিক অশ্বশক্তি হল-
ক) 746 Watt →→ খ) 736 Watt
গ) 550 Watt ঘ) 75 Watt
১৯। Punch ও Die দিয়ে কোন শীটে বৃত্তকার গর্ত করতে কোন অপারেশন ব্যবহৃত হয়?
ক) Shearing খ) Pierching
গ) Punching →→ ঘ) Blanking
২০। কোনটি আফ্রিকা মহাদেশভুক্ত দেশ নয়?
ক) তিউনিশিয়া খ) আলজেরিয়া
গ) আলবেনিয়া →→ ঘ) নাইজেরিয়া
২১। গ্যাস টারবাইন টেকনোলজির ভিত্তি হলো-
ক) র্যাঙ্কিন সাইকেল খ) অটো সাইকেল
গ) পাওয়ার সাইকেল ঘ) ব্রেটন সাইকেল →→
২২। The antonym of 'gloomy' is -
a) proud b) sad
c) unhappy d) cheerful →→
২৩। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্য ব্যক্তির সর্বনিম্ন বয়স হতে হবে-
ক) 50 বছর খ) 40 বছর
গ) 35 বছর →→ ঘ) 33 বছর
২৪। সেলফ স্টাটিং সিস্টেমের মোটরটি হয়
ক) ডিসি →→ খ) এসি
গ) শান্ট ঘ) সিরিজ
২৫। Select singular number
a) news →→ b) crises
c) cattle d) media
২৬। আদর্শ মেশিনের দক্ষতা কেমন হয়?
ক) 50-60% খ) 40-50%
গ) 70-80% ঘ) 100% →→
২৭। নিচের কোনটি CI ইঞ্জিনের সাথে সম্পর্কিত নয়?
ক) Fuel pump খ) Governor
গ) Carburetor →→ ঘ) Fuel Injector
২৮। তার চোখ দিয়ে জল পড়ে- ‘চোখ দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি
খ) করণ কারকে তৃতীয়া বিভক্তি
গ) কর্মকারকে তৃতীয়া বিভক্তি
ঘ) অপাদান কারকে তৃতীয়া বিভক্তি →→
২৯। মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি?
ক) বৈষ্ণব পদাবলি খ) চর্যাপদ →→
ঘ) মঙ্গলকাব্য ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
৩০। কোনটি জেট ফুয়েল হিসাবে ব্যবহৃত হয়?
ক) পেট্রোল খ) ডিজেল
গ) কেরোসিন →→ ঘ) এলপিজি
৩১। ক্লোরোফিল পাওয়া যায়=
ক) সকল প্রাণিতে খ) ছত্রাকে
গ) সবুজ পাতায় →→ ঘ) ফলে
৩২। Inline 4 cylinder IC ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কানটি?
ক) 1-3-4-2→→ খ) 1-2-3-4
গ) 1-2-4-3 ঘ) 1-2-3-4
৩৩। OMR এর পূর্ণরুপ কোনটি?
ক) Optical Mark Recognition →→
খ) Optical Mark Reading
গ) Optical Mark Receptor
ঘ) Optical Mark Reactor
৩৪। একটি অটোচক্র (SI) ইঞ্জিনের সংকোন অনুপাত 5.66 হলে, তাপীয় দক্ষতা কত?
ক) 50% →→ খ) 80%
গ) 75% ঘ) 45%
৩৫। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে-
ক) 425 জন খ) 435 জন →→
গ) 480 জন ঘ) 535 জন
৩৬। ধারাবাহিকতার সমীকরণ মোতাবেক কোনটি সঠিক?
ক) w1a1 = w2 a2 খ) w1v1 = w2 v2
গ) a1/v1 = a2 /v2 ঘ) a1v1 = a2 v2 →→
৩৭। pH পানির এর মান কত হতে পুরোপুরি ক্ষারকীয় বলা হয়?
ক) 9 খ) 14 →→ গ) 1 ঘ) 7
৩৮। ‘বহুব্রীহি’ কোন সমাস?
ক) বহুব্রীহি →→ ক) কর্মধারায়
গ) অব্যয়ীভাব ঘ) প্রাদী সমাস
৩৯। হাইপারসনিক প্রবাহের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) M = 1 খ) M < 1
গ) M > 5 →→ ঘ) M = 4
৪০। প্রেসার কুকারে পানির স্ফ ুটনাংক -
ক) কম হয় খ) বেশি হয়→→
গ) ঠিক থাকে ঘ) কোনটিই নয়
৪১। কবিকঙ্কণ কোন কবির উপাধি?
ক) মুকুন্দরাম →→ খ) ভারতচন্দ্র
গ) বড়ুচন্ডীদাস ঘ) বিদ্যাপতি
৪২। ‘এশিয়া মাইনর’ বলা হয় কোন দেশকে?
ক) মিয়ানমার খ) ভিয়েতনাম
গ) সিঙ্গাপুর ঘ) তুরস্ক →→
৪৩। বায়ান্নর ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন -
ক) আব্দুস সালাম খ) আব্দুল জব্বার
গ) রফিকউদ্দিন আহমদ →→ ঘ) আবুল বরকত
৪৪। একটি 175/65 R-14 82-S টায়ারকে দিয়ে প্রকশ করলে তার Aspect ratio কত?
ক) 175 খ) 65 →→
গ) 14 ঘ) 82
৪৫। ‘জোছনা ও জননীর গল্প’ বইয়ের লেখক কে?
ক) আনোয়ার পাশা খ) আবদুল হাই
গ) হুমায়ন আহমেদ →→ ঘ) শহীদুল্লা কায়সার
৪৬। আদর্শ প্রবাহীর ক্ষেত্রে সান্দ্রতার মান কত বিবেচিত হয়-
ক) 0 →→ খ) 1
গ) 2 ঘ) 4
৪৭। The boy was charged ______ theft. The right word for the gap is -
ক) at খ) with →→
গ) for ঘ) by
৪৮। জুল চক্রের দক্ষতা -
ক) কার্নোট চক্রের থেকে বেশি
খ) কার্নোট চক্রের থেকে কম →→
গ) কার্নোট চক্রের থেকে সমান
ঘ) কোনটিই নয়
৪৯। সাধারণত বয়লারে কয়টি Water level Indicator থাকে?
ক) 1 খ) 2 →→
গ) 3 ঘ) 4
৫০। কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে স্বীকৃত নয়?
ক) পাহাড়পুর খ) মহাস্থানগড়
গ) ময়নামতি ঘ) সুন্দরবন →→
৫১। What is the meaning of 'genocide'
ক) general destruction
খ) killing of a king
গ) killing of women and children
ঘ) deliberate killing of a whole group or race of people →→
৫২। কোন স্বরবর্ণের কোন কার বা সংক্ষিপ্তরুপ নেই?
ক) আ খ) অ →→ গ) উ ঘ) ই
৫৩। প্রবাহীকে প্রবাহ হতে বাঁধা প্রদানকারী বৈশিষ্ট্যের নাম কি?
ক) সান্দ্রতা →→ খ) প্লাবতা
গ) পৃষ্ঠটান ঘ) কৌশিকতা
৫৪। An urologist is one who treats the disease of -
ক) kidney →→ খ) eye
গ) heart ঘ) nerves
৫৫। অতিবেগে ঘূর্ণায়মান একটি সিলিং ফ্যানের হোল্ডিং রডে কি Stress কাজ করে?
ক) শুধু টরশন
খ) টরশন ও টেনশন →→
গ) টরশন টেনশন ও কম্প্রেশন
ঘ) কোনটিই নয়
৫৬। Our building has been built the new plan. The right word for the gap is -
ক) accordance to
খ) in accordance with →→
গ) for
২ ঘ) about
৫৭। If I _____ I would not give up the job.
ক) were you →→ খ) was you
গ) had you ঘ) had been you
৫৮। NATO এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত?
ক) 31 টি →→ খ) 30 টি
গ) 29 টি ঘ) 28 টি
৫৯। Which of the following sentence correct?
ক) Let's go for walk
খ) Discuss the matter in detail →→
গ) They raised hue and cry
ঘ) Vegetables is my favourite food.
৬০। স্থির ঘর্ষণ এবং গতিশীল ঘর্ষণের অনুপাত সবসময়-
ক) 1 খ) < 1
গ) > 1 →→ ঘ) কোনটিই নয়
৬১। Make a tag question of the sentence 'I need some books' _______?
ক) do খ) don't I →→
গ) need I ঘ) needn't I
৬২। এক টন অব রেফ্রিজারেশন বলতে কি বোঝায়?
ক) 210 KJ/min →→ খ) 21 KJ/min
গ) 420 KJ/min ঘ) 500 KJ/min
৬৩। Translate the sentence in English - ‘বাঁচ এবং বাঁচতে দাও।’
ক) Live and let to live
খ) Live and give to live
গ) live and let live →→
ঘ) Live and give live
৬৪। NB is the abbreviation of -
ক) Not Before খ) Never But
গ) Nota Bene →→ ঘ) Note Bone
৬৫। “The green eyed monster" Means -
ক) hatred খ) love
গ) live ঘ) jealousy →→
৬৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’ প্রন্থটি কত সালে লেখা হয়?
ক) 1952 →→ খ) 1954
গ) 1953 ঘ) 1951
৬৭। বংলাদেশে সর্বশেষ কত সালে জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়?
ক) 2004 সালে খ) 2010 সালে
গ) 2016 সালে ঘ) 2022 সালে →→
৬৮। ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ কোন ধরনের গ্রন্থ?
ক) উপন্যাস →→ খ) প্রবন্ধগ্রন্থ
গ) নাটক ঘ) আত্মজীবনী
৬৯। ‘পশ্বাতে গমন করে যে’ এর বাক্য সংকোচন হলো-
ক) পশ্চাতগামী খ) অগ্রগামী
গ) অনুগামী →→ ঘ) পশ্চাৎগামী
৭০। যে যন্ত্রের সাহায্যে পানির গতি শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয় তাকে বলে-
ক) ওয়াটার গেট খ) ফ্লো-টারবাইন
গ) ওয়াটার টারবাইন →→ ঘ) ওয়াটার পাম্প
৭১। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
ক) রূপসী বাংলা খ) সাতটি তারার তিমির
গ) ধূসর পান্ড ুলিপি ঘ) ঝরা পালক →→
৭২। The passive form of the sentence shoot the tiger is
ক) Let the tiger be shoot
খ) Let the tiger be shot→→
গ) Let the tiger be shooted
ঘ) Let the tiger be shoted.
৭৩। ব্যাটারি এসিডের আপেক্ষিক গুরুত্ব পরিমাপে ব্যবহৃত হয়-
ক) Hydrometer
খ) Hygrometer →→
গ) Anemometer
ঘ) Multimeter
৭৪। পদার্থের ৪র্থ অবস্থাকে বলা হয়?
ক) ফোটন খ) প্লাজমা →→
গ) অণু ঘ) পরমাণু
৭৫। মহান মুক্তিযুদ্ধকালে বর্তমান পঞ্চগগড় জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
ক) ৭ নম্বর খ) ১ নম্বর
গ) ৬ নম্বর →→ ঘ) ৯ নম্বর
৭৬। ‘অগ্নিবীণা’ কাব্য প্রকাশিত হয় কত সালে?
ক) ১৯২৩ সালে খ) ১৯২০ সালে
গ) ১৯২১ সালে ঘ) ১৯২২ সালে →→
৭৭। The word 'lunar' is related to -
ক) earth খ) sun
গ) moon →→ ঘ) star
৭৮। ইঞ্জিনকে স্টার্ট করার জন্য সর্বনিম্ন কত আরপিএম প্রয়োজন হয়-
ক) 50 rpm
খ) 100 rpm →→
গ) 200 rpm
ঘ) 5 rpm
৭৯। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা -
ক) ১৫ টি →→ খ) ১৪ টি
গ) ১৩ টি ঘ) ১৬ টি
৮০। গাড়ীর ব্যাটরিতে কোন এসিড ব্যবহত হয়?
ক) নাইট্রিক খ) সালফিউরিক →→
গ) হাইড্রোক্লোরিক ঘ) পারফ্লোরিক
৮১। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর।’ এখানে ‘টাপুর টুপুর’ কোন পদের দ্বিরুক্তি?
ক) বিশেষণ খ) বিশেষ্য
গ) অব্যয় →→ ঘ) ক্রিয়া
৮২। বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের যে কোন বাহুর সাপেক্ষে ভারকেন্দ্র-
ক) √3a/√2 খ) 2√3
গ) a/2√3 →→ ঘ) 3√2a
৮৩। ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান-
ক) সর্বোচ্চ খ) সর্বনিম্ন
গ) শূন্য →→ ঘ) কোনটিই নয়
৮৪। Identify masculine gender -
ক) mare খ) milkmaid
গ) ram →→ ঘ) goose
৮৫। Select correctly spelt word -
ক) receive →→ খ) recieve
গ) recive ঘ) reicive
৮৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
ক) ৫ টি খ) ৪ টি →→
গ) ৩ টি ঘ) ৬ টি
৮৭। শিয়ার স্ট্রেস ও শিয়ার স্ট্রেইনের অনুপাত হলো-
ক) পয়শন রেশিও
খ) বাল্ক মডুলাস
গ) মডুলাস অব রিজিভিটি →→
ঘ) মডুলাস অব ইলাস্টিটি
৮৮। কোনটি জাহানারা ইমাম রচিত গ্রন্থ নয়?
ক) একাত্তরের দিনগুলি
খ) ক্যান্সারের সাথে বসবাস
গ) নিসঙ্গ পাইন
ঘ) আমি বিজয় দেখেছি →→
৮৯। স্টিম ইঞ্জিন কোন সাইকেল অনুসারে চলে?
ক) অটো সাইকেল খ) ডিজেল সাইকেল
গ) ডুয়েল সাইকেল ঘ) র্যাঙ্কিন সাইকেল →→
৯০। ‘দারোগা’ কোন ভাষার শব্দ?
ক) তুর্কি →→ খ) বার্মিজ
গ) পর্তু গিজ ঘ) ফারসি
৯১। কোনটি সাগর তীরের দেশ নয়?
ক) নেপাল →→ খ) থাইল্যান্ড
গ) বাংলাদেশ ঘ) মিয়ানমার
৯২। কোন দেশটিকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
ক) ইতালি খ) ইউক্রেন →→
গ) জার্মানি ঘ) পোল্যান্ড
৯৩। The man died _____ suicide. Fill in the gap with an appropriate preposition.
ক) of খ) for
গ) by →→ ঘ) from
৯৪। রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে?
ক) ভিটামিন - এ খ) আয়রন →→
গ) ক্যালসিয়াম ঘ) আয়োডিন
৯৫। তাত্ত্বিকভাবে পেট্রোল ইঞ্জিনের জন্য ব্যবহৃত সঠিক বাতাস ও জ্বালানির অনুপাত কত?
ক) 6 : 1 খ) 12 : 1
গ) 15 : 1→→ ঘ) 30 : 1
৯৬। Who of the following is a novelist?
ক) William Blake খ) Charles Dickens →→
গ) G.B. Shaw ঘ) John Keats
৯৭। ‘অকাল বোধন’ বাগধারাটির অর্থ কী?
ক) অসময়ের জাগরণ →→
খ) যথাসময়ের জাগরণ
গ) অসময়ে প্রস্থান
ঘ) অসময়ের নিদ্রা
৯৮। ‘আরেক ফাল্গুন’ প্রন্থের প্রেক্ষাপট কী?
ক) মুক্তিযুদ্ধ খ) দেশভাগ
গ) গণ আন্দোলন ঘ) ভাষা আন্দোলন →→
৯৯। কোনটি কম্পিউটারের ‘ইনপুট’ ডিভাইস নয়?
ক) মাউস খ) কি-বোর্ড
গ) প্রিন্টার →→ ঘ) স্ক্যানার
১০০। প্লেনে কোন রেফ্রিজারেন্টটি ব্যবহৃত হয়?
ক) CO2 খ) F-11
গ) F-12 ঘ) Air →→
No comments